Border Security Force

সোনা পাচার রুখতে গিয়ে আক্রান্ত বিএসএফ, পাল্টা গুলিতে নিহত এক বাংলাদেশি পাচারকারী

সোনা পাচার রুখতে গিয়ে আক্রান্ত হয়েছেন এক বিএসএফ জওয়ান । বিএসএফ পাল্টা গুলি চালায় । নিহত হয়েছে এক বাংলাদেশি পাচারকারী ।

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি পাচারকারী ।
নিজস্ব সংবাদদাতা: কৃষ্ণনগর
  • শেষ আপডেট:০২ জুলাই ২০২৫ ১১:৩১

সোনা পাচার রুখতে গিয়ে আক্রান্ত বিএসএফ জওয়ান । মঙ্গলবার মধ্যরাতে নদিয়ার ৩২ ব্যাটালিয়নের হালদারপাড়ায় ঘটিনাটি ঘটেছে । জানা গিয়েছে, বেশ কয়েক জন বাংলাদেশি পাচারকারী সোনা পাচারের চেষ্টা করছিল । তা বাধা দিতেই পাচারকারীরা বিএসএফ জওয়ানদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় । বিএসএফের পাল্টা গুলিতে নিহত হয়েছে এক বাংলাদেশি পাচারকারী । জখম বিএসএফ জওয়ানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

মঙ্গলবার মধ্যরাতে নদিয়ার হালদারপাড়ার ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে সোনা পাচার হবে তা গোয়েন্দা মারফত খবর আসে সীমান্তরক্ষী বাহিনীর ৩২তম ব্যাটালিয়নের কাছে । পাচার রুখতে আগে থেকেই তৎপর ছিল বিএসএফ । জানা গিয়েছে, মঙ্গলবার রাত ১২টা ১০ মিনিট নাগাদ চার-পাঁচ জন সশস্ত্র পাচারকারী নদী পার হয়ে বাংলাদেশ দিক থেকে ভারতীয় সীমান্তে ঢুকে পড়ে । কর্তব্যরত বিএসএফ জওয়ানরা পাচারকারীদের প্রথমে সতর্ক করে । সতর্কবার্তা উপেক্ষা করে বাংলাদেশিরা আরও ভিতরে চলে আসলে বিএসএফ জওয়ান হওয়ায় এক রাউন্ড গুলিও চালায় । 

এর পরেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে । অভিযোগ, বাংলাদেশি পাচারকারীরা এক বিএসএফ জওয়ানকে ঘিরে ফেলে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় । তখনই সহকর্মীকে বাঁচাতে ইনসাস রাইফেল দিয়ে অন্য এক জওয়ান গুলি ছুড়তে বাধ্য হন । ফলস্বরূপ, এক বাংলাদেশি পাচারকারীর পেটে গুলি লাগে । বিএসএফ জানিয়েছে, বাকি পাচারকারীরা মুহূর্তের সুযোগ নিয়ে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে পালিয়ে গিয়েছে ।

রক্তাক্ত অবস্থায় বাংলাদেশি পাচারকারীকে কৃষ্ণগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন । পাশাপাশি বাংলাদেশি পাচারকারীদের হামলায় জখম হয়েছেন এক বিএসএফ জওয়ান । প্রাথমিক চিকিৎসার পরে কৃষ্ণগঞ্জ হাসপাতালে ভর্তি করানো হয়েছে ।

ঘটনার পর এলাকায় তল্লাশি অভিযান চালানো হয় । বিএসএফ সূত্রের খবর, ঘটনাস্থল থেকে একটি কাটার এবং চারটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে । বাংলাদেশি পাচারকারীর মৃতদেহ এবং বাজেয়াপ্ত হওয়া জিনিসপত্র কৃষ্ণগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে । কৃষ্ণগঞ্জ থানায় একটি এফআইআরও করেছে বিএসএফ ।

বুধবার সীমান্ত রক্ষী বাহিনী জনসংযোগ আধিকারিক (দক্ষিণবঙ্গ) জানিয়েছেন, সীমান্তে মোতায়েন জওয়ানরা সজাক রয়েছে । সাহসের সাথে তাদের দায়িত্ব পালন করছেন । তিনি বলেন, “সীমান্ত এলাকায় বাংলাদেশি পাচারকারীদের অনুপ্রবেশ এবং আক্রমণের বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বারবার উদ্বেগ প্রকাশ করেছে। দুর্ভাগ্য, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পক্ষথেকে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না । তার ফলেই অপরাধীদের মনোবল বাড়ছে ।” দেশের স্বার্থে সীমান্ত রক্ষায় প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণে বিএসএফ সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি ।


Share