Chanditala Murder

স্কুটিতে রক্তের দাগ, দেহে একাধিক আঘাতের চিহ্ন, চণ্ডীতলায় পুকুর থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত মৃতদেহ

চণ্ডীতলার হাটপুকুরে ঘটনাটি ঘটেছে। মৃত যুবকের নাম জানার চেষ্টা করছে পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

চন্ডীতলায় পুকুর থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত মৃতদেহ।
নিজস্ব সংবাদদাতা, চণ্ডীতলা
  • শেষ আপডেট:০১ সেপ্টেম্বর ২০২৫ ০১:১০

হলুদ স্কুটিতে রক্ত লেগে রয়েছে। তার অদূরেই একটি পুকুর উদ্ধার হল যুবকের রক্তাক্ত মৃতদেহ। দেহে একাধিক আঘাতের চিহ্নও রয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, ওই যুবককে খুন করা হয়েছে। যুবকের পরিচয় কি, তা জানার চেষ্টা করছে পুলিশ।

রবিবার রাত ৮টা নাগাদ হুগলির চন্ডীতলার হাটপুকুর এলাকায় ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, ফাঁকা রাস্তার পাশে একটি হলুদ রঙের স্কুটি দাঁড়িয়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। সামনে যেতেই দেখেন, ওই স্কুটির গায়ে রক্তের দাগ লেগে রয়েছে। রাস্তায় পড়ে রয়েছে রক্ত। সেই রক্তের অনুসরণ করে একটি পুকুরের দিকে যায় তাঁরা। এর পরেই সেই দাগ মিলিয়ে যায় বলে দাবি।

রক্তের রহস্য ঘনিভূত হয়। খবর দেওয়া হয় চন্ডীতলা থানায়। ঘটনাস্থলে আসে পুলিশ। শুরু হয় তল্লাশি। প্রায় আড়াই ঘণ্টা ধরে খোঁজাখুঁজির পরে পুকুর থেকে রক্তাক্ত অবস্থায় এক যুবককে উদ্ধার করা হয়। পুলিশ সূত্রের খবর, যুবকের গলায় গভীর ক্ষত চিহ্ন রয়েছে। বুকেও একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ তার পরেই বোঝা যাবে বলে জানিয়েছে পুলিশ। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রের খবর, মৃত এলাকায় রাজমিস্ত্রীর কাজ করত। ওই যুবককে অন্য কোথাও খুন করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে কিনা তদন্ত করে দেখা হচ্ছে। স্কুটির পাশে অ্যাসিডের ভাঙা বোতল উদ্ধার হয়েছে। সেটা দিয়ে খুন করা হয়েছে কিনা তা-ও খতিয়ে দেখছে পুলিশ। এ ছাড়াও ঘটনাস্থল থেকে একটি হেডফোন, রক্তমাখা চটি ও স্কুটিটিকে উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় এক বাসিন্দা বলেন, “আমরা হাটপুকুর মোরে বসে ছিলেন। তখন কেউ এসে রক্ত মাখা স্কুটির খবর দেয়। আমরা গিয়ে দেখি। সেই রক্তের ফোঁটা ফোঁটা দাগ একটা ডোবা পর্যন্ত গিয়েছে। তারপর আর কিছু দেখা যায়নি। আমরাই পুলিশকে খবর দিই।”


Share