Nabadwip

নবদ্বীপের সরকারি বিদ্যালয়ে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর-লুঠ, নগদ টাকা নিয়ে চম্পটের অভিযোগ

সোমবার গভীর রাতে নদিয়ার নবদ্বীপে জাতীয় বিদ্যালয়ে ঘটনাটি ঘটেছে। বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, নগদ টাকা নিয়ে দুষ্কৃতীরা চম্পট দিয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।

নবদ্বীপের জাতীয় বিদ্যালয়ে এই ঘটনাটি ঘটেছে।
বিশ্ব বন্দ্যোপাধ্যায়, নবদ্বীপ
  • শেষ আপডেট:০১ জুলাই ২০২৫ ১০:১৭

নদিয়ার নবদ্বীপে সরকারি বিদ্যালয়ে তাণ্ডব চালাল দুষ্কৃতিরা। সোমবার গভীর রাতে জাতীয় বিদ্যালয়ে একাধিক ঘরে দুষ্কৃতীরা ভাঙচুর চালায় বলে অভিযোগ উঠেছে। বিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগ, প্রধান শিক্ষকের ঘরে থাকা ইলেকট্রনিক্স সামগ্রী লুঠ করা হয়েছে। আলমারি থেকে নগদ টাকা নিয়েও চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ।

এ দিন বিদ্যালয় ভবনে চুরির খবর জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ ও স্কুল কতৃপক্ষ সূত্রের খবর, সোমবার গভীর রাতে নবদ্বীপের জাতীয় বিদ্যালয়ের (বালক) বিভাগের প্রধান শিক্ষকের ঘর-সহ একাধিক ঘরের তালা ভাঙা ছিল। লন্ডভন্ড করে রাখা ছিল আলমারি। প্রয়োজনীয় কাগজপত্র ছিটিয়ে পড়ে ছিল। বিদ‍্যালয় কর্তৃপক্ষের দাবি, প্রধান শিক্ষকের ঘরে থাকা একটি ল্যাপটপ ও নগদ ১০-১২ হাজার টাকা লুট করা হয়েছে। পাশাপাশি কম্পিউটারের হার্ডডিক্সও ভাঙচুর করা হয়েছে। বিদ্যালয় চত্বর ছাড়ার আগে সমস্ত সিসিটিভির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়াও অভিযোগ উঠেছে।

মঙ্গলবার নবদ্বীপ জাতীয় বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি ভোলাশংকর সাহা জানান, দুষ্কৃতীরা প্রতিটি ঘরে তান্ডব চালিয়েছে। দীর্ঘক্ষন স্কুল ভবনে বসে গুটকা-সিগারেট খেয়েছে। বিদ্যালয় ভবন ছাড়ার আগে সমস্ত সিসিটিভির সংযোগ বিচ্ছিন্ন করে পালিয়ে গিয়েছে দুষ্কৃতীরা।

এ দিন বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মী প্রশান্ত মন্ডল বলেন, “সকালে আমার মা আলো নেভাতে এসে লক্ষ্য করে স্কুলের যাবতীয় দরজা-জানলা ভাঙা। খবর পাওয়া মাত্রই আমি স্কুলে চলে আসি। এরপর একে একে প্রধান শিক্ষক থেকে পরিচালক সমিতির সভাপতিকে চুরির বিষয়টি জানাই। খবর পেয়ে সকলেই দ্রুত ছুটে আসেন।”

খবর পেয়ে ঘটনাস্থলে নবদ্বীপ থানার পুলিশ যায়। এ দিন তদন্তকারীরা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছেন। উল্লেখ‍্য গত শুক্রবার রাতে ভট্টপাড়ার একটি বাড়িতে কয়েক লক্ষ টাকার সোনার অলংকার চুরির অভিযোগ ওঠে। এরপর ওই এলাকায় শনিবার রাতে জল মন্দির, সোমবার সকালে নন্দীপাড়ার শিবমন্দিরে এবং গতকাল রাতে নবদ্বীপ জাতীয় বিদ্যালয়ে চুরির ঘটনায় আতঙ্কিত এলাকাবাসীরা।


Share