IED Blast At Chattisgarh

ফের ছত্তীসগঢ়ের জঙ্গলে মাওবাদী জঙ্গিদের পুঁতে রাখা আইইডি থেকে বিস্ফোরণ, জখম কোবরা ব‍্যাটালিয়নের হেড কনস্টেবল, ভর্তি হাসপাতালে

জখম জাওয়ানের নাম দীপক দুলে। দীপক ‘কোবরা ব‍্যাটেলিয়ন’-এর হেড কনস্টেবল পদে কর্মরত রয়েছেন। তাঁকে দ্রুত উদ্ধার করে হেলিকপ্টারে করে চিকিৎসার জন্য স্বাস্থ্যকেন্দ্রে আনা হয়। পুলিশ কর্মকর্তারা জানান, আহত জওয়ানের অবস্থা বর্তমানে স্থিতিশীল ও বিপদমুক্ত।

ছত্তীসগঢ়ে আইডি বিস্ফোরণ।
নিজস্ব সংবাদদাতা, বিজাপুর
  • শেষ আপডেট:১১ অক্টোবর ২০২৫ ০৮:১৩

ছত্তীসগঢ়ের জঙ্গলে ফের মাওবাদী জঙ্গি হামলা। জঙ্গিদের পুঁতে রাখা আইইডিতে এক জাওয়ান গুরুতর জখম হয়েছেন। হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। ঘটনার পরে এলাকার ঘিরে রাখা হয়েছে।

শনিবার সকালে ছত্তীসগঢ়ের বস্তার জেলার উসুর অঞ্চলের পূজারী কাঁকড় এলাকায় ঘটনাটি ঘটেছে। সূত্রের খবর, এ দিন সকালে ২০৬ নম্বর নিরাপত্তাবাহিনীর কোবরা ব্যাটালিয়নের সদস্যরা টহল দিতে বেরিয়ে ছিলেন। ঘন জঙ্গলের ভেতর দিয়ে টহলের সময় মাওবাদী জঙ্গিদের পোঁতা আইইডির চাপ দ্বারা নিয়ন্ত্রিত সক্রিয় ট্রিগারে পা রাখতেই বিস্ফোরণ ঘটে। উল্লেখ্য, ওই এলাকায় নবনির্মিত ফরওয়ার্ড অপারেটিং বেস (এফওবি)-এর নিকটে বিস্ফোরণ হয়।

জখম জাওয়ানের নাম দীপক দুলে। দীপক ‘কোবরা ব‍্যাটেলিয়ন’-এর হেড কনস্টেবল পদে কর্মরত রয়েছেন। তাঁকে দ্রুত উদ্ধার করে হেলিকপ্টারে করে চিকিৎসার জন্য স্বাস্থ্যকেন্দ্রে আনা হয়। পুলিশ কর্মকর্তারা জানান, আহত জওয়ানের অবস্থা বর্তমানে স্থিতিশীল ও বিপদমুক্ত।

উসুর অঞ্চল ছত্তীসগঢ়ের বিজাপুর জেলার দক্ষিণাংশে অবস্থিত। ঘটনার পর ওই এলাকাটি নিরাপত্তাবাহিনী ঘিরে ফেলেছে। মাওবাদী জঙ্গিদের সন্ধানে তল্লাশি অভিযান শুরু হয়েছে। এই বিষয়ে ওই পুলিশকর্তা জানান, নিরাপত্তার স্বার্থে ওই এলাকায় টহলদারি আরও জোরদার করা হয়েছে। উন্নয়নমূলক কাজ ও বাহিনীর চলাচল লক্ষ্য করে মাওবাদীরা ভবিষ্যতে হামলা বা আইইডি বিস্ফোরণের চেষ্টা করতে না পারে, তা নিশ্চিত করার কাজ চলছে।


Share