Supreme Court Seek Response From Kerala CPIM

সিপিএমের বিরুদ্ধে জমি দখল করে কেরল রাজ‍্য পার্টি অফিস তৈরির অভিযোগ, দলের কাছে জবাব তলব সুপ্রিম কোর্টের

শুক্রবার সুপ্রিম কোর্টে বিচারপতি অরবিন্দ কুমার এবং বিচারপতি মনমোহনের বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি ছিল। শুক্রবার সুপ্রিম কোর্টে আবেদনকারী মহিলা দাবি করছেন, তিনি ওই জমির মালিক। জমি ফেরত দেওয়ারও নির্দেশ দিতে হবে বলেও দাবি করেন তিনি।

প্রতীকী চিত্র।
ইন্দ্রজিৎ মল্লিক, কলকাতা
  • শেষ আপডেট:২০ সেপ্টেম্বর ২০২৫ ০১:০৭

জমি দখল করে তৈরি হয়েছে সিপিএমের রাজ্য কমিটির কার্যালয়। তা নিয়ে আদালতে মামলা চলছে। মামলার আবেদনকারীর দাবি, জোর করে জমির দখল নিয়ে পার্টি অফিস তৈরি করছে সিপিএম। একটি আইনি রিপোর্টিং সংক্রান্ত ইংরেজি ওয়েবপোর্টালে সুপ্রিম কোর্টের বিস্তারিত রিপোর্ট প্রকাশ হয়েছে

সেই মামলায় এ বার সিপিএমের কাছে জবাব তলব করল দেশের শীর্ষ আদালত। অভিযোগ, জমি দখল করে সিপিএমের কেরল রাজ্য পার্টি কার্যালয় তৈরি হয়েছে। যদিও কেরলের শাসকদল সিপিএমের দাবি, তারা আইন মেনেই ওই জমি পেয়েছে। জমি কেনার ক্ষেত্রে কোনও আইন লঙ্ঘন করা হয়নি।

সেই রিপোর্ট থেকে জানা গিয়েছে, ১৯৭৪ সালে কেরলের তিরুবনন্তপুরমের ওই জমি এক মহিলার থেকে আদালতের মাধ্যমে নিলাম করা হয়। তার চার বছর পরে, ১৯৭৮ সালে ওই জমি নিলামের মাধ্যমে সিপিএম কিনে নেয় বলে পার্টির দাবি। যদিও মামলাকারী দেশের সর্বোচ্চ আদালতে জানান, সংশ্লিষ্ট যে আদালতে ওই জমির নিলাম করা হয়েছিল তা যথাযথ ভাবে সম্পন্ন করা হয়নি। তাঁর বক্তব্য, ওই আদালতের জমির নিলাম প্রক্রিয়ায় গলদ রয়েছে। কেরলের সিপিএম সে সময়ে নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে কার্যত জমিটা দখল করেছে। দলীয় কার্যালয় তৈরির জন‍্য এই সংক্রান্ত কোনও নিয়ম তারা মানেনি।

শুক্রবার সুপ্রিম কোর্টে আবেদনকারী মহিলা দাবি করছেন, তিনি ওই জমির মালিক। তিনি আদালতকে জানান, প্রথমে তিনি ‘এক্সিকিউশন কোর্টে’ যান। কিন্তু সেখানে তাঁর দাবি খারিজ হয়। এর পরে তিনি কেরল হাই কোর্টেও যান। সেখানেও তাঁর আবেদন খারিজ করে দেওয়া হয়। এখন তিনি হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। আবেদনকারীর দাবি, কোর্ট অকশন সেল বাতিল করতে হবে। এর পাশাপাশি জমি ফেরত দেওয়ারও নির্দেশ দিতে হবে। প্রসঙ্গত, কেরলের এক্সিকিউশন আদালত তাঁর এই দাবি খারিজ করে দিয়েছিল।

থিরুভনন্তপুরমে অবস্থিত কেরল সিপিএমের সদর দফতর একেজি সেন্টারের জমি নিয়ে বিবাদ চলছে বহু বছর ধরেই। এ দিন সুপ্রিম কোর্টের কাছে সিপিএমের দাবি, তারা আদালতের নিলাম ক্রেতার কাছ থেকে সম্পত্তি কিনেছে। এবং তা বৈধভাবে কেনা হয়েছে। আদালত সমস্ত প্রক্রিয়া মেনে নিলাম সম্পন্ন করেছে।

শুক্রবার সুপ্রিম কোর্টে বিচারপতি অরবিন্দ কুমার এবং বিচারপতি মনমোহনের বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি ছিল। বিচারপতিরা দু’পক্ষের বক্তব্য শুনেছেন। এর পরেই তাঁরা কেরলের শাসকদল সিপিএমের কাছে জবাব তলব করেন।


Share