Landslide In Himachal's Bilaspur

হিমাচল প্রদেশে ভূমিধসের জেরে চলন্ত বাসের ১৮ যাত্রীর মৃত্যু! আটকে থাকা যাত্রীদের উদ্ধারে প্রশাসন

মঙ্গলবার সন্ধ্যায় হিমাচল প্রদেশের বিলাসপুর জেলায় ভয়াবহ ভূমিধস নামে। হরিয়ানার রোহতক থেকে বাসটি হিমাচল প্রদেশের বিলাসপুরের দিকে যাচ্ছিল। পঠানকোট-মান্ডি জাতীয় সড়কে ভালুঘাট এলাকায় সেটি দুর্ঘটনার কবলে পড়ে। বাসটি ৩০-৩৫ জন যাত্রী ছিলেন।

চলেছে উদ্ধারকাজ।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট:০৮ অক্টোবর ২০২৫ ১২:১৪

হিমাচল প্রদেশের বিলাসপুরে ভূমিধসের কবলে পড়ল যাত্রিবাহী বাস। কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে বলে কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী জানিয়েছে। এখনও ধসের মধ্যে আটকে অনেকে। চলছে উদ্ধারকাজ।

মঙ্গলবার সন্ধ্যায় হিমাচল প্রদেশের বিলাসপুর জেলায় ভয়াবহ ভূমিধস নামে। হরিয়ানার রোহতক থেকে বাসটি হিমাচল প্রদেশের বিলাসপুরের দিকে যাচ্ছিল। পঠানকোট-মান্ডি জাতীয় সড়কে ভালুঘাট এলাকায় সেটি দুর্ঘটনার কবলে পড়ে। বাসটি ৩০-৩৫ জন যাত্রী ছিলেন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে কমপক্ষে ১৮ জন বাসযাত্রী নিহত হয়েছেন।

রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখু এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন। তিনি স্থানীয় প্রশাসনকে দ্রুত উদ্ধারকাজ পরিচালনার নির্দেশ দিয়েছেন। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সমাজমাধ্যমে লেখেন, ‘‘বিশাল ভূমিধসে একটি বেসরকারি বাসের প্রায় ১০ জনের প্রাণহানির খবর এসেছে। আশঙ্কা করা হচ্ছে, আরও অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে থাকতে পারেন।’’

সংবাদ সংস্থা পিটিআই স্থানীয় এক পুলিশ আধিকারিকের বক্তব্য উদ্ধৃত করে জানিয়েছে, বাসের উপর বিশাল আকারের ধস নামে। যাত্রীদের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ। ইতিমধ্যে এই দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তাঁরা। প্রধানমন্ত্রী নিহতদের পরিবার পিছু ২ লক্ষ এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও গোটা ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন।


Share