Ornaments Had Allegedly Been Stolen By Civic Volunteer

দেবী দূর্গার মূর্তির সামনে থেকে সোনার অলঙ্কার নিয়ে উধাও! সিসি ক্যামেরার ফুটেজ দেখে গ্রেফতার গাজোল থানার দুই সিভিক ভলান্টিয়ার-সহ তিনজন

মালদহের গাজোল থানা এলাকার একলাখি গান্ধীমোড় সর্বজনীন দুর্গাপুজো মন্ডপে ঘটনাটি ঘটেছে। ওই পুজোর মন্ডপে প্রতি বছরের মতো এ বছরও দর্শনার্থীদের ভিড় ছিল। পুলিশ ও তাদের সহযোগী হিসেবে সিভিক ভলান্টিয়ারেরা সুরক্ষার দেখভালের দায়িত্বে ছিলেন।

প্রতীকী ছবি।
নিজস্ব সংবাদদাতা, গাজোল
  • শেষ আপডেট:০২ অক্টোবর ২০২৫ ১১:৫৬

আবার শিরোনামে সিভিক ভলান্টিয়ারের কীর্তি। এ বার মা দুর্গার মূর্তি থেকে সোনার অলঙ্কার চুরির অভিযোগ দুই সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। মালদহের গাজোলে একটি পুজো মণ্ডপে ঘটনাটি ঘটেছে। সিসি ক্যামেরার ফুটেজে তা দেখা গিয়েছে বলে দাবি করেছে পুজো কমিটির কর্তারা। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ দুই সিভিক ভলান্টিয়ার-সহ তিন জনকে গ্রেফতার করেছে।

মালদহের গাজোল থানা এলাকার একলাখি গান্ধীমোড় সর্বজনীন দুর্গাপুজো মন্ডপে ঘটনাটি ঘটেছে। ওই পুজোর মন্ডপে প্রতি বছরের মতো এ বছরও দর্শনার্থীদের ভিড় ছিল। পুলিশ ও তাদের সহযোগী হিসেবে সিভিক ভলান্টিয়ারেরা সুরক্ষার দেখভালের দায়িত্বে ছিলেন। জানা গিয়েছে, হঠাৎই কমিটির কর্তাদের নজরে পড়ে, মা দুর্গার পরনের কিছু গয়না উধাও হয়ে গিয়েছে। প্রতিমার সামনে একটি ছোটো পুঁটুলি রাখা ছিল। সেটাও গায়েব হয়ে গিয়েছে। তাদের দাবি, ওই পুঁটুলিতে আরও কিছু গয়না রাখা ছিল। কিন্তু প্যান্ডেল থেকে গয়না কোথায় যাবে, এই ভাবনাই সকলের মনে আসে।

চারিদিকে খোঁজার পরে গয়নাগুলি পাওয়া যায়নি। এর পরেই কমিটির সদস্যেরা পুজো মন্ডোপের সিসি ক্যামেরা খতিয়ে দেখেন। অভিযোগ, তাতে দেখা যায় সঞ্জয় মন্ডল, গৌড় মন্ডল নামে দুই সিভিক ভলান্টিয়ার এবং অধির মন্ডল নামে এক ব্যক্তি গয়না চুরি করেছে। জানা গিয়েছে, সঞ্জয় মন্ডল, গৌড় মন্ডল গাজোল থানার সিভিক ভলেন্টিয়ার। তারা ওই মন্ডপে কর্তব্যরত ছিল। অপরজন অধির মন্ডল ওই এলাকার বাসিন্দা। এর পরেই গাজোল থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে দুই সিভিক ভলান্টিয়ার-সহ তিন জনকে গ্রেফতার করেছে।

চুরি যাওয়া ওই সোনার গয়নাগুলি কোথায় রয়েছে, তা জানতে পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে। এর আগে রাজ্যের একাধিক জায়গায় সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। এ বার সিভিক ভলান্টিয়ারের পোশাক পরেই দেবী দুর্গার সোনার গয়না চুরির অভিযোগের খবর প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় শোরগোল পড়ে গিয়েছে।


Share