Fake Currency

মালদহে উদ্ধার লক্ষাধিক টাকার জাল নোট, আনা হচ্ছিল বাংলাদেশ থেকে, গ্রেফতার দুই পাচারকারী

এসটিএফ জানিয়েছে, চার হাজার ১৭৪টি ৫০০ টাকার জাল নোট উদ্ধার হয়েছে। টাকার পরিমান প্রায় ২১ লক্ষ টাকা।

জাল নোট-সহ গ্রেফতার দু’জন।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট:০৩ সেপ্টেম্বর ২০২৫ ০৩:১১

মালদহের উদ্ধার লক্ষাধিক টাকার জাল নোট। জানা গিয়েছে, সোমবার গভীর রাতে মালদহের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালায় রাজ্য পুলিশের এসটিএফ। সেই অভিযানে উদ্ধার হয়েছে ২১ লক্ষ টাকার জাল নোট। এসটিএফ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে, নোটগুলি বাংলাদেশ থেকে ভারতে পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল। দুই পাচারকারীকে গ্রেফতার করেছেন তাঁরা। 

এসটিএফ জানিয়েছে, গোপন সূত্রে পেয়ে সোমবার গভীর রাতে মালদহের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়। সেই মতো রাজ‍্য পুলিশের এসটিএফ বৈষ্ণবনগরের থানা এলাকার পিটিএস মোড়ে পৌঁছে যান। সেখানে তাঁরা দেখেন পান, ফারাক্কাগামী ১২ নম্বর জাতীয় সড়কের ধারে দুই যুবক ঘোরাঘুরি করছিল। সন্দেহজনক মনে হতেই তাঁদের আটক করে তল্লাশি চালানো হয়। 

এসটিএফ জানাচ্ছে, তাঁদের হাতে দু’টি ব‍্যাগ ছিল। তাতে তল্লাশি চালাতেই বিপুল পরিমাণে টাকা দেখতে পান। যে টাকা উদ্ধার হয়েছে, তার পরিমান ২০ লক্ষ ৮৭ হাজার টাকা। এসটিএফের দাবি, সেই টাকা জাল। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া সবকটি নোটই ৫০০ টাকার। মোট সংখ্যা চার হাজার ১৭৪টি। এসটিএফ এ-ও জানিয়েছে, প্রাথমিক জেরায় ধৃতেরা স্বীকার করেছে, এই জাল নোটগুলি তাঁরা বাংলাদেশ থেকে আনা হয়েছে। বাজারে ছড়িয়ে দেওয়া উদ‍্যেশ‍্য ছিল তাঁদের।

জাল নোট পাচারের অভিযোগে দুই পাচারকারীকে গ্রেফতার করেছে এসটিএফ। ধৃতদের নাম হজরত বিলাল ওরফে মাসুদ (২৪) এবং তরিকুল ইসলাম (২৫)। দু’জনের বাড়ি মালদহ জেলায়। জানা গিয়েছে, এক জনের বাড়ি বৈষ্ণবনগরে। অন্যজন কালিয়াচক থানা এলাকার বাসিন্দা। এই ঘটনায় বৈষ্ণবনগর থানায় ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। নোটগুলি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা-ও তদন্ত করে জানার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে এসটিএফ।


Share