Drugs Seized At Malda

কোটি টাকার মাদক উদ্ধার মালদহে, গ্রেফতার এক মহিলা-সহ চার জন

মালদহের দু’টি পৃথক জায়গায় অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের টাকার মাদক বাজেয়াপ্ত করেছে পুলিশ । আজ, বুধবার ধৃতদের মালদহ আদালতে হাজির করানো হয়েছে ।

ধৃতদের আজ মালদহ জেলা আদালতে হাজির করানো হয় ।
নিজস্ব সংবাদদাতা: মালদহ
  • শেষ আপডেট:০২ জুলাই ২০২৫ ০২:০০

মালদহে দুটি পৃথক অভিযানে কোটি টাকার মাদক উদ্ধার করল ইংরেজবাজার থানার পুলিশ । এই ঘটনায় মোট চার জনকে গ্রেফতার করা হয়েছে । এদের মধ্যে একজন মহিলাও রয়েছে । জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ইংরেজবাজার থানার পুলিশ দুটি যায়গায় অভিযান চালায় । সেখান থেকেই উদ্ধার করা হয়েছে এই বিপুল পরিমাণ মাদক ।

গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ রথবাড়ি এলাকায় অভিযান চালায় । সেখানে অভিযান চালিয়ে লাল রঙের একটি মারুতি গাড়িকে আটক করা । পুলিশের দাবি, তল্লাশি চালিয়ে ৪৬০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে । ঘটনাস্থল থেকে তিন জনকে গ্রেফতার করা হয়েছে । ধৃতদের নাম সোফিয়া বিবি, মাসিদুর রহমান এবং আলিউল শেখ । জানা গিয়েছে, সোফিয়া বিবির বাড়ি মনিপুরে । বাকি দু’জন মসিদুর এবং আলিউল মালদহ জেলারই বাসিন্দা ।

অন্যদিকে মঙ্গলবার রাতেই গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ বাইপাস এলাকায় অভিযান চালায় । সেখান থেকেও মাদক পাচারের অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে । ধৃতের নাম অজিত শর্মা । জানা গিয়েছে, অজিত উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের বাসিন্দা । পুলিশের দাবি, অজিতের কাছ থেকে ১০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে । ধৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে ।

কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল মাদক? ধৃতেরা কার কার সঙ্গে যোগাযোগ করেছিল? উত্তর খুঁজতে ধৃতদের জিজ্ঞাসাবাদের প্রয়োজন বলে মনে করছে তদন্তকারীরা । আজ, বুধবার ধৃত চার জনকেই পুলিশি হেফাজতের আবেদন করে মালদহ জেলা আদালতে পেশ করা হয়েছে ।


Share