Remarks on Hindus

“মুসলিমরা ধর্ম নিয়ে রাজনীতি করে না, ধর্ম নিয়ে রাজনীতি করে হিন্দুরাই,” মন্তব্য তৃণমূল বিধায়কের, কটাক্ষ বিজেপির

সাবিত্রী মিত্র বলছেন, “হিন্দুদের ধর্ম শেখার কোনও ব্যবস্থা নেই। কিন্তু মুসলিমরা আরবি শিখে কোরান পড়ে। আমরা কোথাও গীতা পড়াই না। কিন্তু মুসলিমদের কোরান শেখার ব্যবস্থা আছে।”

মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র।
নিজস্ব সংবাদদাতা: মানিকচক
  • শেষ আপডেট:০৬ জুলাই ২০২৫ ১১:৪০

“মুসলিমরা ধর্ম নিয়ে রাজনীতি করে না, ধর্ম নিয়ে রাজনীতি করে হিন্দুরাই,” বললেন তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র।

জানা গিয়েছে, গত ৩ জুলাই মালদহে একুশে জুলাই শহিদ দিবসের প্রস্তুতি সভা ছিল। সেখানে বক্তব্য রাখতে গিয়ে এমনই বিতর্কিত মন্তব্য করেছেন মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র।

তৃণমূল বিধায়ক বলেন, “মুসলিমরা ধর্ম নিয়ে রাজনীতি করে না, ধর্ম নিয়ে রাজনীতি করে হিন্দুরাই।” এই মন্তব্যের পরেই পশ্চিমবঙ্গের রাজনীতিতে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, “হিন্দুদের ধর্ম শেখার কোনও ব্যবস্থা নেই। কিন্তু মুসলিমরা আরবি শিখে কোরান পড়ে। আমরা কোথাও গীতা পড়াই না। কিন্তু মুসলিমদের কোরান শেখার ব্যবস্থা আছে।”

তিনি ওই জনসভা থেকে রাজ‍্যের প্রধান শাসকদল বিজেপিকে আক্রমণ করে বলেছেন, “বিজেপি রামের নাম করে ভোট চাইছে। আমরা যদি ‘জয় শ্রীরাম’ বলতে পারি, তাহলে ‘জয় জগন্নাথ’ বলতে পারবো না কেন? রাম আর জগন্নাথ কি আলাদা? আমরা ইসলামকে সবচেয়ে পছন্দ করি। মুসলিমরা প্রতিবাদ করে না। কিন্তু হিন্দুরা ধর্ম নিয়ে রাজনীতি করে। বিজেপি হিন্দুত্বের নামে আর ভোট পাবে না।”

বিধায়কের এই মন্তব্য হিন্দুদের অপমান করছে বলেছে বলে অভিযোগ করেছে বিজেপি। প্রতিবাদ জানিয়ে রাজ্য বিজেপি এক্স-এ লিখেছে, “সনাতন ধর্মকে উপহাস করা, গীতা-কে অবমাননা এবং ভোটব্যাঙ্কের রাজনীতির উদ্দেশ্যে এই রকম পক্ষপাতদুষ্ট মন্তব্য। এটা হিন্দুদের অপমান শুধু নয়, এটা আমাদের সংস্কৃতি, ঐতিহ্য এবং পরিচয়ের ওপর সরাসরি আঘাত।”  এটাই তৃণমূলের আসল চেহারা বলেও কটাক্ষ করেছে বিজেপি। এ দিন বিজেপি হুঁশিয়ারি দিয়ে বলেছে, “২০২৬ বিধানসভা নির্বাচনে তৃণমূলকে এর মূল্য চোকাতেই হবে।”

রবিবার বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য সাবিত্রীর এই বক্তব্যকে ‘প্রাতিষ্ঠানিক হিন্দু বিদ্বেষ’ বলে কটাক্ষ করেছেন। অমিত বলেন, “ভাগবত গীতাকে নিয়ে উপহাস করে হিন্দুদের ধর্মীয় রাজনীতির জন্য দোষারোপ  এবং এক ধর্মকে প্রকাশ্যে প্রশ্রয় দেওয়া — এটাই ধর্মনিরপেক্ষতা নয়। এটাই প্রাতিষ্ঠানিক হিন্দু বিদ্বেষ।”

এ দিন বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ী বলেন, “তৃণমূলের নেতারা বারবার হিন্দুদের অপমান করছেন। সংখ্যালঘু তোষণের রাজনীতিতে লিপ্ত হয়েছেন।”

যদিও বিতর্কিত মন্তব্যের পরেও নিজের বক্তব্যে অনড় থেকে মালদহের মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র। সাবিত্রী বলেন, “তৃণমূল মুসলিমদের দল। বিজেপি তো বলে তৃণমূল মুসলিমদের দল — ‘আমরা মুসলিম’। বিজেপি হিন্দুদের দল।”

রাজ্যের মন্ত্রীর এই বিতর্কিত মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে হিন্দু-মুসলিম বিভাজন এবং ধর্মীয় রাজনীতির ইস্যু নতুন করে মাত্রা পেয়েছে।


Share