Illegal Sand Smuggling

অবৈধ বালি পাচারের অভিযোগে আউশগ্রামে গ্রেফতার দু'জন ডাম্পার চালক, বাজেয়াপ্ত দু'টি ডাম্পার

অবৈধ বালি পাচারের অভিযোগে আউশগ্রাম থানার অধীন গুসকরা বিট হাউসের পুলিশ দু'জন ডাম্পার চালককে গ্রেফতার করেছে। দু'টি ডাম্পার বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের কাছে বালি পরিবহনের কোনও বৈধ কাগজপত্র ছিল না।

দামোদরের চর
নিজস্ব সংবাদদাতা, আউশগ্রাম
  • শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৫ ০১:০৬

অবৈধ বালি পাচারের অভিযোগে দু’জন ডাম্পার চালককে গ্রেফতার করল আউশগ্রাম থানার অধীন গুসকরা বিট হাউসের পুলিশ। অভিযানে বাজেয়াপ্ত করা হয়েছে বালি বোঝাই দু’টি ডাম্পার। পুলিশ সূত্রের খবর, ধৃতদের নাম মহাদেব দাস ও আলম শেখ। মহাদেবের বাড়ি মঙ্গলকোট থানার যবগ্রামে এবং আলমের বাড়ি মঙ্গলকোট থানারই কুড়ুম্বা গ্রামে।

পুলিশ জানিয়েছে, শুক্রবার সকালে গুসকরা–মানকর রোড ধরে মানকরের দিক থেকে দু’টি ডাম্পার আসছিল। গোপীনাথবাটি এলাকায় পুলিশকে দেখে চালকরা গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করে। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ ধাওয়া করে ধারাপাড়া মোড়ের কাছে ডাম্পার দু’টিকে আটকায়। তল্লাশি চালিয়ে দেখা যায়, চালকদের কাছে বালি পরিবহনের কোনও বৈধ কাগজপত্র নেই। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অবৈধভাবে বালি তুলে তা চড়া দামে বিক্রির উদ্দেশ্যে নদিয়ার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল।

ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে পুলিশ। ধৃতদের শুক্রবারই বর্ধমান আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে পুলিশ পাঁচ দিনের হেফাজতের আবেদন জানায়। তবে আদালত তিন দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছে। পুলিশ জানিয়েছে, অবৈধ বালি পাচার চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।


Share