Road Accident

দুর্গাপুরের বাঁশকোপা টোল প্লাজায় পথ দুর্ঘটনা, লরির ধাক্কায় প্রাণ হারালেন দু’জন

দুর্গাপুরের কাছে ১৯ নম্বর জাতীয় সড়কের বাঁশকোপা টোল প্লাজায় শনিবার দুপুরে দ্রুতগতির একটি চার চাকার গাড়ি নিয়ন্ত্রণ হারায়। গাড়িটি একটি লরির পিছনে সজোরে ধাক্কা মারে। ঘটনায়,সেখানেই মৃত্যু হয় গাড়ির চালকের। এক যাত্রীর দুর্ঘটনায় গুরুতর আহত হন আরও এক ব্যক্তি।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর
  • শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৫ ১০:১৪

দুর্গাপুরের কাছে ১৯ নম্বর জাতীয় সড়কের বাঁশকোপা টোল প্লাজায় শনিবার দুপুরে পথ দুর্ঘটনায় প্রাণ গেল দু’জনের। দ্রুতগতির একটি চার চাকার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরির পিছনে সজোরে ধাক্কা মারে। ধাক্কার প্রতিঘাতে গাড়িটি সম্পূর্ণ ভাবে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ির চালক ও এক যাত্রীর। গুরুতর আহত হন গাড়িতে থাকা আরও এক ব্যক্তি।

দুর্ঘটনার পর আহত ব্যক্তিকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত ব্যক্তির নাম গৌতম জানা (৫০)। আহতের নাম সন্দীপ চক্রবর্তী। তবে দুর্ঘটনায় নিহত গাড়ির চালকের পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, গৌতম জানা ও সন্দীপ চক্রবর্তী একটি বেসরকারি সংস্থার উচ্চপদস্থ আধিকারিক ছিলেন। তাঁরা দুর্গাপুরের মুচিপাড়া এলাকায় একটি হোটেলে সংস্থার অভ্যন্তরীণ বৈঠকে যোগ দিতে যাচ্ছিলেন। ওই হোটেলেই তাঁদের সংস্থার অন্য আধিকারিকরা আগে থেকে উপস্থিত ছিলেন।

সংস্থার এক আধিকারিক অরিন্দম মণ্ডল জানান,“আমরা মুচিপাড়ার হোটেলে ছিলাম। হঠাৎ পুলিশের কাছ থেকে খবর পাই আমাদের সংস্থার দুই আধিকারিক দুর্ঘটনায় পড়েছেন। হাসপাতালে এসে জানতে পারি, একজনের মৃত্যু হয়েছে এবং অন্যজন চিকিৎসাধীন।” প্রত্যক্ষদর্শী ও টোল প্লাজার কর্মীদের মতে, দুর্ঘটনার সময় চার চাকার গাড়িটির গতি ছিল অত্যন্ত বেশি। সেই কারণে গতি নিয়ন্ত্রণ করতে না পেরে সেটি লরির পিছনে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় গাড়ির সামনের অংশ সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। গাড়ির ভিতর আটকে পড়া তিন জনকে বের করে আনতে উদ্ধারকারীদের যথেষ্ট সময় ও পরিশ্রম করতে হয়। আহত যাত্রীকে উদ্ধার করতে গাড়ির একটি অংশ ভেঙে ফেলতে হয়।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় দুর্গাপুরের কাঁকসা ট্র্যাফিক গার্ডের পুলিশ। কাঁকসা ট্র্যাফিক গার্ডের ওসি অনুপ হাতি জানান,“দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে। ক্রেনের সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত লরি ও চার চাকার গাড়িটি রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে।” দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।


Share