CAA Certificate

২৫ বছর আগে ভিটেমাটি ছেড়ে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে আসা, নাগরিকত্ব পেয়ে স্বস্তিতে পূর্বস্থলীর সবুজ দাস

সবুজের সিএএ শংসাপত্র পাওয়ার খবরে ওঁর মতো সমস্যায় থাকা অনেকেই উৎসাহিত হয়েছেন। এক স্থানীয় বাসিন্দা বলেন, "আমিও বাংলাদেশ থেকে এসেছি। সিএএ শংসাপত্রের জন্য আবেদন করব। সবুজ শংসাপত্র পাওয়ায় অনেকটাই ভরসা পেলাম।"

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, পূর্বস্থলী
  • শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬ ১২:৩৭

২৫ বছর আগে সপরিবার বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন। ন্যায্য ভোটার, আধার কার্ড থাকলেও এসআইআর-এর কারণে দুশ্চিন্তা দেখা দেয়। ঘুম ছুটে গিয়েছিল বর্তমানে পূর্বস্থলীর বড়গাছি মাঝেরপাড়ার বাসিন্দা সবুজ দাস ও তাঁর পরিবারের। তবে সিএএ-এর শংসাপত্র পেয়ে অবশেষে তাঁরা স্বস্তিতে। আবেদনের চার মাসের মাথায় সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)-এর শংসাপত্র পেয়েছেন সবুজ। পরিবারের অন্যরাও শিগগিরই এই শংসাপত্র পেয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি।

সবুজ বলেন, “ধর্মীয় উৎপীড়নের কারণে বাংলাদেশের চট্টগ্রাম থেকে পালিয়ে আমরা এ দেশে চলে এসেছিলাম। বাবা চাঁদমনি দাস, মা চন্দ্রতারা, ভাই ও আমি এসেছিলাম। তার পর থেকে পূর্বস্থলীর বড়গাছিতেই বসবাস শুরু করি। বাবা প্রয়াত হয়েছেন। চার মাস আগে সিএএ–এর শংসাপত্রর জন্য আবেদন করেছিলাম। প্রথমে কোর্টে হলফনামা জমা দিয়েছিলাম। মাস দু’য়েক পরে বর্ধমানে শুনানি হয়। শুক্রবার ইমেল করে শংসাপত্র পাওয়ার কথা জানানো হয়। কলকাতায় নির্দিষ্ট দফতরে গিয়ে সফট কপি প্রিন্ট করিয়ে নিয়ে এসেছি। হার্ড কপি শিগগিরই পেয়ে যাব বলে জানিয়েছেন আধিকারিকেরা। পরিবারের অন্যরাও তাড়াতাড়ি নাগরিকত্ব শংসাপত্র পেয়ে যাবেন বলে জানানো হয়েছে। এসআইআর–এ সিএএ–এর নথি গ্রহণযোগ্য হওয়ায় এখন আর কোনও দুশ্চিন্তা থাকল না।”

সবুজের সিএএ শংসাপত্র পাওয়ার খবরে ওঁর মতো সমস্যায় থাকা অনেকেই উৎসাহিত হয়েছেন। এক স্থানীয় বাসিন্দা বলেন, “আমিও বাংলাদেশ থেকে এসেছি। সিএএ শংসাপত্রের জন্য আবেদন করব। সবুজ শংসাপত্র পাওয়ায় অনেকটাই ভরসা পেলাম।”

উল্লেখ্য, ২০১৯ সালে পার্শ্ববর্তী দেশ থেকে যে সমস্ত বাসিন্দা ধর্মীয় উৎপীড়নের কারণে এ দেশে পালিয়ে আসতে বাধ্য হয়েছিলেন তাদের নাগরিকত্ব দেওয়ার জন্যই মূলত সিএএ আইন লাগু হয়। কিন্তু সেই আইন নিয়েও কম রাজনীতি হয়নি। সিএএ নিয়ে ভুরিভুরি অভিযোগ থাকলেও, এ রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পরে এই আইনের তাৎপর্য আরও বেশি করে বৃদ্ধি পেয়েছে।


Share    

CAA