Saumitra Ghosh is the new mayor of Chunchura Municipality

ঠিক ২৫ দিন পর নতুন চেয়ারম্যান পেলো চুঁচুড়া পুরসভা, শপথ গ্রহণ সৌমিত্র ঘোষের

চুঁচুড়ার বিধানসভা নিয়ে এর আগেও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। কান পাতলেই শোনা যায়, অমিত রায় বিধায়ক অসিত মজুমদারের ঘোরতর বিরোধী ছিলেন। গত লোকসভায় ভালো ফল করতে না পারায় অমিত রায়কে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল।

সৌমিত্র ঘোষ
নিজস্ব সংবাদদাতা, চুঁচুড়া
  • শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ ১১:৪০

হুগলি চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান হিসাবে শপথ নিলেন সৌমিত্র ঘোষ। আগের পুরপ্রধান অমিত রায় দলীয় চাপের মুখে পড়ে পদত্যাগ পদত্যাগ করেছিল। তার ঠিক ২৫ দিন পর নতুন চেয়ারম্যান পেলো চুঁচুড়া পুরসভা।

চুঁচুড়ার বিধানসভা নিয়ে এর আগেও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। কান পাতলেই শোনা যায়, অমিত রায় বিধায়ক অসিত মজুমদারের ঘোরতর বিরোধী ছিলেন। গত লোকসভায় ভালো ফল করতে না পারায় অমিত রায়কে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল। অমিত রায় পুরপ্রধান থাকাকালীন একবারও পুরসভায় দেখা যায়নি বিধায়ককে।

এ বার জল্পনা উস্কে সৌমিত্র ঘোষকে পুরপ্রধান হিসেবে নির্বাচিত করা হল। দলীয় সূত্রে জানা যায়, তিনি বিধায়ক অসিত মজুমদারের ঘনিষ্ঠ। তবে এসবের মাঝে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির অভিযোগ, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে চুঁচুড়াবাসী সমস্ত সুযোগ সুবিধা থেকে বাদ রয়েছে। 

যদিও শপথ গ্রহণের পর সৌমিত্র ঘোষ বলেন, "সবাইকে একসঙ্গে নিয়ে এগিয়ে চলব। সবার সঙ্গে আলোচনা করে কাজ করা হবে। নাগরিক পরিষেবার কোন সমস্যা হবে না।পুরসভার কর্মীরা আমাদের পরিবার। তাদের সমস্যা যাতে না হয় সেটাও দেখব।" শপথ অনুষ্ঠান শুরু হতেই বিধায়কের বিরুদ্ধে গোষ্ঠীর কাউন্সিলররা পুরসভা ছেড়ে বেরিয়ে যান।


Share