Weather Update

১০ ডিগ্রি হতে পারে তাপমাত্রা, কুয়াশার ঘনঘটায় ঢাকবে রাজ্য

আবহাওয়া দফতরের সূত্র অনুযায়ী, দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলাতে ১০ থেকে ১৩ ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে। উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে ৪ ডিগ্রি তাপমাত্রা থাকবে। পার্বত্য এলাকায় ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে আগামী সাতদিন। উত্তরবঙ্গের সমতল ও মালদহ-সহ অন্যান্য জেলাতে ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে বলে অনুমান আবহাওয়া দফতরের।

ক্রমেই বাড়ছে উত্তরের হাওয়ার দাপট।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ ১২:৩৮

ক্রমেই বাড়ছে উত্তরের হাওয়ার দাপট। তার ফলেই শীতের শিরশিরানি অনুভব করছে গোটা রাজ্যবাসী। কিন্তু হলে কি হবে? জাঁকিয়ে শীত এখনও পড়বে না রাজ্যে, জানিয়ে দিল হাওয়া অফিস। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ শেষের পথে। তাপমাত্রা সেই ১৫ ডিগ্রি বা তা সামান্য কমে ১৪ ডিগ্রির আশেপাশে রয়েছে। উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে ৪ ডিগ্রি তাপমাত্রা থাকবে। পার্বত্য এলাকায় ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে আগামী সাতদিন।

আবহাওয়া দফতরের সূত্র অনুযায়ী, দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলাতে ১০ থেকে ১৩ ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে। উপকূলবর্তী জেলাগুলোতে ১৪ থেকে ১৬ ডিগ্রীর মধ্যে তাপমাত্রা থাকবে। আগামী সাতদিন এমনই থাকবে দক্ষিণবঙ্গে সমস্ত জেলার তাপমাত্রা। আপাতত বৃষ্টির কোনো সম্ভবনা নেই। ভোর ও রাতের দিকে কুয়াশা থাকবে। 

উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে ৪ ডিগ্রি তাপমাত্রা থাকবে। পার্বত্য এলাকায় ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে আগামী সাতদিন। উত্তরবঙ্গের সমতল ও মালদহ-সহ অন্যান্য জেলাতে ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে বলে অনুমান আবহাওয়া দফতরের। তাপমাত্রার খুব বেশি তারতম্য হবে না। উত্তরবঙ্গে কুয়াশার ঘনঘটা হতে পারে অন্তত চার জেলাতে। দার্জিলিং-সহ পার্বত্য এলাকায় আগামী কয়েক দিন মাঝারি কুয়াশা এবং দৃশ্যমানতা ২০০ মিটারে নেমে আসতে পারে। হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কবার্তা দার্জিলিং ছাড়া জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে।

কলকাতায় মূলত পরিষ্কার আকাশ। সকালে হালকা কুয়াশা বা ধোঁয়াশা থাকবে। পরে পরিষ্কার আকাশও শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকাল-সন্ধ্যায় শীতের আমেজ থাকবে। দিনেও শীতের অনুভূতি। রাত ও দিনের দুটো সময়ের তাপমাত্রা স্বাভাবিকের নীচে রয়েছে। কলকাতায় ফের ১৫ ডিগ্রির নীচে নামলো তাপমাত্রা। ডিসেম্বরে আজ, শুক্রবার নিয়ে দু’বার ১৪ ডিগ্রির ঘরে পারদ। আজ ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এর আগে ৬ ডিসেম্বর ১৪.৫ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল শহরের তাপমাত্রা। শীতের আমেজ চলবে। সপ্তাহের মাঝে সামান্য নামতে পারে পারদ। ১৪ ডিগ্রি থেকে ১৬ ডিগ্রির মধ্যেই থাকবে কলকাতার তাপমাত্রা।


Share