Special Intensive Revision

এক দিনে বাদের তালিকায় যুক্ত হল ৫৬ হাজার ভোটারের নাম, ভুয়ো ভোটারের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি, বৃহস্পতিবার বিকেলে পর্যন্ত পরিসংখ্যান দিল কমিশন

এসআইআরের খসড়া তালিকা থেকে ৫৮ লক্ষের বেশি নাম বাদ পড়তে চলেছে। মৃত, স্থানান্তরিত ও ভুয়ো ভোটারের সংখ্যা বেড়েছে রেকর্ড হারে। কমিশনের পরিসংখ্যানে একদিনে ৫৬ হাজারের বেশি নাম যুক্ত হয়েছে বাদের তালিকায়।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ ১০:২৩

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর খসড়া তালিকা থেকে বাদ পড়তে চলেছে ৫৮ লক্ষের বেশি ভোটারের নাম। একদিনে ভুয়ো ভোটার সংখ্যায় রেকর্ড বৃদ্ধি পেয়েছে। তালিকায় মৃত ভোটারের সংখ্যাও উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত পরিসংখ্যান দিল নির্বাচন কমিশন। 

কমিশন সূত্রের খবর, বৃহস্পতিবার বিকেল ছ'টা পর্যন্ত তালিকায় মৃত ভোটারের সংখ্যা ২৪ লক্ষ ১৮ হাজার ৬৯৯ জন। বুধবার বিকেল পর্যন্ত ছিল ২৪ লক্ষ ১৪ হাজার ৭৫০ জন। নতুন করে ৩ হাজার ৯৪৯ জন মৃতের নাম তালিকায় যুক্ত হল। স্থানান্তরিত ভোটারের সংখ্যা এসে দাঁড়িয়েছে ১৯ লক্ষ ৯৩ হাজার ৮৭ জন। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত সেই তালিকায় আরও ছ'হাজার ৮৭৭ টি ভোটারের নাম বাদের তালিকায় যুক্ত হয়েছে।

উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে একাধিক বিধানসভা কেন্দ্রে থাকা নাম, যা ভুয়ো ভোটার হিসেবে চিহ্নিত। যা সোমবার বিকেল পর্যন্ত ছিল ১ লক্ষ ২৩ হাজার ২১৫ জন। মঙ্গলবার বিকেল পর্যন্ত সেই সংখ্যা হয়েছিল ১ লক্ষ ৩৪ হাজার ২৩২। বুধবার পর্যন্ত এই সংখ্যা হয়েছিল ১ লক্ষ ৩৫ হাজার ৬২৭ জন। বৃহস্পতিবার এই সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৩৭ হাজার ৪৭৫। 

বুধবার বিকেল পর্যন্ত কমিশনের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ৫৮ লক্ষ ৮ হাজার ২৩২ জনের নাম খসড়া তালিকা থেকে বাদ পড়তে চলেছে। যে সংখ্যাটা বুধবার পর্যন্ত ছিল ৫৭ লক্ষ ৫২ হাজার ২০৭ জন। ২৪ ঘন্টার মধ্যে ৫৬ হাজার ২৫ জনের নাম বাদের তালিকায় চলে এলো।

কমিশন সূত্রের খবর, এখনও বেশ কয়েকটি জেলায় এনুমারেশন ফর্ম আপলোড করা হচ্ছে না। এর ফলে প্রকৃত সংখ্যাটা জানা যাচ্ছে না। ওই সমস্ত বুথে দায়িত্বে থাকা বিএলও-দের কাজ নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন বিশেষ তালিকা পর্যবেক্ষক সুব্রত গুপ্ত।বৃহস্পতিবার বিকেল পর্যন্ত এনুমারেশন ফর্ম ডিজিটাইজ হয়েছে ৯৯.৯৯ শতাংশ। আজই তার শেষ দিন। 

উল্লেখ্য, সোমবার আরও পাঁচজন আইএএস আধিকারিককে বিশেষ তালিকা পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করেছে নির্বাচন কমিশন। বুধবার তাঁরা সিইও অফিসে বৈঠক করেন। এসআইআর বিষয়ক কাজ নিয়ে তাদের আজকের আলোচনা ছিল। কমিশন সূত্রের খবর, এই পাঁচ জন আইএএস অফিসার রাজ্যের পাঁচটি ডিভিশনে কাজ করবেন। ওই সমস্ত ডিভিশনে এসআইআর-এর কাজ কেমন চলছে, তা সরেজমিনে খতিয়ে দেখবেন তাঁরা। যতদিন রাজ্যে এসআইআর-এর কাজ না শেষ হচ্ছে ততদিন তাঁরা এখানেই থাকবেন।


Share