Road Accident

মোটরবাইকে করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা বাসন্তী হাইওয়েতে, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পুলিশকর্মীর মৃত‍্যু, চালক পলাতক

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোন ভাঙড়ের ডিসি সৈকত ঘোষ-সহ বাকি পুলিশকর্মীরা ঘটনাস্থলে যান। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছে। তাঁর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

দুর্ঘটনার পরে এলাকায় যানজটের সৃষ্টি হয়।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৫ ১২:১১

রাতে ডিউটি সেরে বাড়ির দিকে রওনা দিয়েছিলেন। কিন্তু আর ফেরা হল না। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল কলকাতা পুলিশের এক আধিকারিকের। বৃহস্পতিবার মধ্যরাতে বাসন্তী হাইওয়েতে দুর্ঘটনাটি ঘটেছে। ট্রাকের চালক পলাতক।

মৃতের নাম শাহাবুদ্দিন বিশ্বাস। তিনি ভাঙড়ের ডেপুটি কমিশনার অফিসে এএসআই পদে কর্মরত ছিলেন। এখানে কর্মসূত্রে বডিগার্ড লাইনের থাকতেন। তিনি বৃহস্পতিবার রাতে ডিউটি সেরে বাড়ি ফিরছিলেন। মোটরবাইকে চেপে ফেরার সময় বৈরামপুর এলাকায় তাঁকে পিছন থেকে একটি ট্রাক সজোরে ধাক্কা মারে। রাস্তায় পড়ে গেলে তাঁর কোমরের ওপর দিয়ে ট্রাকের চাকা চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় পুলিশ আধিকারিকের।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোন ভাঙড়ের ডিসি সৈকত ঘোষ-সহ বাকি পুলিশকর্মীরা ঘটনাস্থলে যান। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছে। তাঁর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

দুর্ঘটনার পরে সাময়িক ভাবে যানজট সৃষ্টি হয়। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ আধিকারিকের বাড়ির লোকজনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।


Share