Minor Death

ওভার লোডেড ট্রাক্টরের ধাক্কায় দেওয়াল ভেঙে টিউশনের উঠোনে খেলতে খেলতেই মৃত্যু দুই খুদের

বীরভূমের মুরারইয়ে ভয়াবহ দুর্ঘটনায় ওভার লোডেড একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে বাড়ির দেওয়ালে। ভেঙে পড়া দেওয়ালের নিচে চাপা পড়ে মৃত্যু হয় দুই খুদে পড়ুয়ার, আহত আরও দুইজন এখন হাসপাতালে চিকিৎসাধীন।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, বীরভূম
  • শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ ০২:৫৯

বীরভূমের মুরারই থানার অন্তর্গত এলাকায় ভয়াবহ দুর্ঘটনা। বুধবার সন্ধ্যায় ওভার লোডেড একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ধাক্কা দেয় একটি বাড়ির দেওয়ালে। ভেঙে পড়ে বাড়ির দেওয়াল। ভেঙে পড়া দেওয়ালের নিচে চাপা পড়ে মৃত্যু হয় দুই নাবালকের। মৃতদের নাম আরিয়ান শেখ (৭) ও আসলিমা খাতুন (৯)। ঘটনার পর ট্রাক্টর চালককে আটক করেছে পুলিশ।

জানা গিয়েছে, প্রতিদিনের মতো বুধবারও টিউশনে আসে দশ জন খুদে পড়ুয়া। মুরারই থানার পলসা গ্রামের হাবিবা সুলতানার বাড়িতেই ক্লাস হয় তাদের। বিকেল পাঁচটা নাগাদ টিউশন শেষ হয়।

এর পরে চারজন পড়ুয়া বাড়ির উঠোনে খেলছিল।

ঠিক তখনই ঘটে বিপদ। একটি ধান বোঝাই ওভারলোডেড ট্রাক্টর নিয়ন্ত্রণ হারায়। ট্রাক্টরটি সোজা গিয়ে ধাক্কা মারে বাড়ির উঠোনের দেওয়ালে। জোরালো ধাক্কায় ছিটকে পড়ে কয়েকজন পড়ুয়া। আহত হয় তারা। স্থানীয়দের অভিযোগ, ট্রাক্টরটি অতিরিক্ত বোঝাই ছিল।

ধাক্কার তীব্রতায় বাড়ির দেওয়াল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে চার খুদে পড়ুয়ার উপর। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই শিশুর। গুরুতর জখম হয় আরও দুই জন।

আহতদের প্রথমে মুরারই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়, পরে রামপুরহাট মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়। সেখানে দুই পড়ুয়া বর্তমানে চিকিৎসাধীন। অন্যদিকে, মৃত দুই শিশুর দেহ ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর ট্রাক্টরচালককে গ্রেপ্তার করা হয়েছে। কীভাবে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।

হাবিবা সুলতানার স্বামী জানান, “ওরা প্রতিদিন টিউশনে আসে। সেদিনও ছুটি হওয়ার পর উঠোনে খেলছিল কয়েকজন। তখনই ট্রাক্টরটি ধাক্কা মারে। দু’জন ঘটনাস্থলেই মারা যায়, বাকিদের হাসপাতালে নিয়ে আসা হয়েছে।” ঘটনাতে শোকস্তব্ধ পুরো এলাকা।


Share