Fake Passport Racket

আয়করের নথি বদলে ৩০০ ভুয়ো পাসপোর্ট তৈরির অভিযোগ, ইন্দুভূষণ-সহ ছ’জনের বিরুদ্ধে ইডির অতিরিক্ত চার্জশিট ইডির

আয়কর রিটার্নের নথি জাল করে তৈরি হচ্ছিল শত শত ভুয়ো পাসপোর্ট! পাকিস্তানি যোগসহ চাঞ্চল্যকর এই চক্রে ইন্দুভূষণ হালদারসহ ছ’জনের বিরুদ্ধে অতিরিক্ত চার্জশিট জমা দিল ইডি, ফাঁস হল ৩০০টি নকল পাসপোর্টের রহস্য।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৫ ১২:৪৪

আয়কর রিটার্নের নথিতে কেবল নাম ও প্যান নম্বর বদলে তৈরি করা হচ্ছিল ভুয়ো পাসপোর্ট! সেই চাঞ্চল্যকর মামলায় নতুন মোড়, বৃহস্পতিবার কলকাতার বিচারভবনে অতিরিক্ত চার্জশিট জমা দিল ইডি। তাতে নদিয়ার চাকদহের ইন্দুভূষণ হালদার-সহ মোট ছয় জনের নাম উল্লেখ করা হয়েছে।

প্রথমে ভুয়ো পাসপোর্ট চক্রে ধরা পড়ে আজাদ মল্লিক। ইডির দাবি, তিনি পাকিস্তানের নাগরিক। বাংলাদেশ হয়ে ভুয়ো পাসপোর্ট বানিয়ে ভারতে ঢুকেছিলেন তিনি। এমনকি তদন্তকারীদের দাবি, তাঁর কাছে পাকিস্তানি ড্রাইভিং লাইসেন্সও ছিল। আজাদের জিজ্ঞাসাবাদেই সামনে আসে চাকদহের ইন্দুভূষণের নাম। পরে সেখান থেকেই ইডি তাঁকে গ্রেফতার করে। সংস্থা জানিয়েছে, নতুন চার্জশিটে থাকা বাকিরাও ইন্দুভূষণের সহযোগী।

আজাদের নামে মূল চার্জশিট আগেই জমা হয়েছিল। ইডির অভিযোগ, ইন্দুভূষণ ও তাঁর দল আয়কর রিটার্নের নথিকে ভিত্তি করে ভুয়ো পাসপোর্টের আবেদনে ব্যবহার করতেন। শুধু নাম ও প্যান নম্বর বদলেই তৈরি করা হত নকল নথি। অভিযোগ, তাঁরা এমন অন্তত ৩০০টি ভুয়ো পাসপোর্ট তৈরির সঙ্গে যুক্ত ছিলেন।

গত ১৪ অক্টোবর ইন্দুভূষণকে নদিয়া থেকে গ্রেফতার করা হয়। দাবি, ২০১৬ সাল থেকে তিনি এই পাসপোর্ট জালিয়াতি চক্রের সঙ্গে যুক্ত। আজাদের জন্যও তিনি পাসপোর্ট বানিয়ে দিয়েছিলেন।

গত বছরের শেষ দিকে ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট তৈরির ঘটনা প্রথম ধরা পড়ে। আঞ্চলিক পাসপোর্ট দফতরের তথ্যের ভিত্তিতে কলকাতা পুলিশ তদন্ত শুরু করে। তখনই ধরা পড়ে এক পাসপোর্ট জালিয়াতি চক্রের অস্তিত্ব। গ্রেফতার করা হয় ১০ জনকে। পরে রাজ্য জুড়ে আরও বিস্তৃত এই চক্রের উপস্থিতি সমন্ধে জানাজানি হয়। পরে এই মামলার তদন্তভার হাতে নেয় ইডি।


Share