Silver Idol Recovered

চুরি হওয়া লোকনাথের রুপোর মূর্তি উদ্ধার, গ্রেফতার এক

বাড়ির মন্দির থেকে চুরি যাওয়া লোকনাথ বাবার রুপোর মূর্তি অবশেষে পুলিশের অভিযানে উদ্ধার। গ্রেফতার এক। প্রকাশ নগর থেকে ধৃতকে ধরে মূর্তিটি উদ্ধার হওয়ায় স্বস্তি ফিরে পেল গনেশ ঘোষ কলোনির পরিবার।

উদ্ধার হওয়া লোকনাথের মুর্তি
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি
  • শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ ১১:৩৬

বাড়ির মন্দির থেকে চুরি যাওয়া লোকনাথ বাবার রুপোর মূর্তি অবশেষে উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। পুরো ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনা সূত্রে জানা যায়, গত ৬ ডিসেম্বর সকালে গনেশ ঘোষ কলোনির ৪৬ নম্বর ওয়ার্ডের একটি বাড়ির মন্দির থেকে প্রায় ১ কেজি ওজনের রুপোর লোকনাথ বাবার মূর্তি চুরি হয়ে যায়। বাড়ির মালিক প্রধান নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। প্রাথমিক অনুমান, মূর্তিটির বাজার মূল্য বর্তমানে কমপক্ষে ২ লক্ষ টাকা।

অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে প্রধান নগর থানার পুলিশ। অবশেষে অনুসন্ধানের পর বুধবার গভীর রাতে প্রকাশ নগর এলাকা থেকে সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। পরে জানা যায়, তার নাম বিজয় মাহাতো।

পুলিশ সূত্রে খবর, ধৃতকে জিজ্ঞাসাবাদ করতেই চুরির ঘটনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য মেলে। তার স্বীকারোক্তির ভিত্তিতেই লোকনাথ বাবার রুপোর মূর্তিটি উদ্ধার করা হয়।

এদিন ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে। চুরি যাওয়া মূর্তি উদ্ধার হওয়ায় স্বস্তি ফিরেছে পরিবারের সদস্যদের মুখে। 


Share