Gold necklace stolen from CM's rally

মুখ্যমন্ত্রীর জনসভা নিয়ে বিতর্ক, জনসভায় অংশগ্রহণ করে তিন মহিলার সোনার হার চুরি

বৃহস্পতিবার নদিয়ায় কৃষ্ণনগরে জনসভা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তৃণমূলের বিপুল সংখ্যক পুরুষ কর্মীর সঙ্গে বহু মহিলা কর্মীও সেখানে যোগ দেন। সভা শেষে বাড়ি ফেরার পথে তিনজন মহিলার অভিযোগ করেন তাঁদের সোনার হার খোয়া গেছে।

ঘটনায় কান্নায় ভেঙে পড়েন ওই তিন মহিলা
নিজস্ব সংবাদদাতা, কৃষ্ণনগর
  • শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ ১১:২৯

মুখ্যমন্ত্রীর জনসভা ঘিরে নয়া বিতর্ক। এ বার মমতা ব্যানার্জীর জনসভায় একসঙ্গে তিনজন মহিলার সোনার হার চুরি যাওয়ার অভিযোগ। এতো নিরাপত্তার বেষ্টনীতে কি ভাবে সেই সোনার হার চুরি গেল তা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও এ নিয়ে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বিজেপি। তাঁদের দাবি, "দলের মধ্যেই দুষ্কৃতী রয়েছে পেট চালানোর জন্য এসব করছে।"

বৃহস্পতিবার নদিয়ায় কৃষ্ণনগরে জনসভা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তৃণমূলের বিপুল সংখ্যক পুরুষ কর্মীর সঙ্গে বহু মহিলা কর্মীও সেখানে যোগ দেন। সভা শেষে বাড়ি ফেরার পথে তিনজন মহিলার অভিযোগ করেন তাঁদের সোনার হার খোয়া গেছে। 

তাঁদের দাবি, প্রথমে তাঁরা বুঝতে পারেননি। পরে গলায় হাত দিয়ে দেখেন, সোনার হারটি আর নেই। ঘটনায় কান্নায় ভেঙে পড়েন ওই তিন মহিলা। কি ভাবে এই জনসভায় এমন ঘটনা ঘটল টা কিছুতেই তাঁরা বুঝতে পারছেন না। উল্লেখ্য, কিছুদিন আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অমিত শাহর একটি জনসভায় কিছু মানুষের ফোন চুরির ঘটনা ঘটে। 

ঘটনা প্রসঙ্গে বিজেপি নেতা তাপস রায় বলেন, “তৃণমূল নিজেদের মধ্যে মারামারি করতে পারে কাটাকাটি করতে পারে সেখান থেকে দাঁড়িয়ে চুড়িটা তো সামান্য জিনিস। দলের মধ্যেই এত দুষ্কৃতী রয়েছে তারাই নিজেদের কর্মী সোনার হার চুরি করেছে। সবটাই পেট চালানোর ধান্দা।”


Share