Fire Arms At School

সহপাঠীকে ভয় দেখাতে আগ্নেয়াস্ত্র নিয়ে স্কুলে প্রবেশ সপ্তম শ্রেনীর ছাত্রের! আমতার স্কুলে শিক্ষকেদের ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

বিদ্যালয় চত্বরে আগ্নেয়াস্ত্র হাতে সপ্তম শ্রেণির এক ছাত্র ধরা পড়ায় চাঞ্চল্য আমতার খড়দা অঞ্চলের এক স্কুলে। অভিযোগ, সহপাঠীর সঙ্গে বিবাদের জেরে ভয় দেখাতে অস্ত্র নিয়ে আসে ওই ছাত্র।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, হাওড়া
  • শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৫ ১১:২৬

বিদ্যালয় চত্বরে আগ্নেয়াস্ত্র! সপ্তম শ্রেণির এক ছাত্র বন্দুক হাতে স্কুলে পৌঁছোনোর ঘটনায় উত্তেজনা ছড়ায় আমতার খড়দহ গ্রামের সোনাময়ী ফতে সিং নাহার উচ্চ বিদ্যালয়ে। অভিযোগ, সহপাঠীর সঙ্গে ঝামেলার জেরে ভয় দেখাতেই অস্ত্র নিয়ে আসে ওই পড়ুয়া। বিষয়টি জানাজানি হওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশকে খবর দেয় স্কুল কর্তৃপক্ষ। খবর পেতেই এসডিপিওর নেতৃত্বে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী। ছাত্রের কাছ থেকে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়। পুলিশ সুপার সুবিমল পাল জানান, অস্ত্রটি পাখি মারা বন্দুক হতে পারে, তবে আসল না নকল তা পরীক্ষা করা হচ্ছে। তিনি আরও জানান, খেলনা হলেও কীভাবে ওই ছাত্র আগ্নেয়াস্ত্রটি পেল তাও দেখা হচ্ছে।

ঘটনার সূত্রপাত গত শুক্রবার। ওই স্কুলের অষ্টম শ্রেণির এক ছাত্রের সঙ্গে সপ্তম শ্রেণির পড়ুয়ার মারামারি হয়। এর পরেই বন্ধুকে ভয় দেখানোর সিদ্ধান্ত নেয় ওই ছাত্র। সোমবার সপ্তম শ্রেণির ওই ছাত্র স্কুলের ব্যাগে করে আগ্নেয়াস্ত্র নিয়ে আসে বলে অভিযোগ। তারই এক সহপাঠী ওই ছাত্রের ব্যাগে আগ্নেয়াস্ত্রটি দেখে ফেলে। সঙ্গে সঙ্গে ওই ছাত্র বিষয়টি প্রধান শিক্ষককে জানায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সন্দেহভাজন ছাত্রকে ডাকা হয়। তাঁর ব্যাগ তল্লাশি করেন শিক্ষকেরা। সেখান থেকেই উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিদ্যালয়ে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় আমতা থানায়। পুলিশ এসে অস্ত্র বাজেয়াপ্ত করে। দুই ছাত্র ও তাদের পরিবারের সদস্যদের থানায় ডাকা হয়। তার পর পুলিশ তাঁদের ছেড়ে দেয়। তবে ঘটনাটি প্রকাশ্যে আসতেই ছাত্রটির শাস্তির দাবিতে সোমবার অভিভাবক ও স্থানীয় বিজেপি কর্মীরা স্কুলে বিক্ষোভে সামিল হন। গেটে তালা ঝুলিয়ে দেন তাঁরা, ফলে স্কুলের মধ্যেই আটকে পড়েন শিক্ষকরা। পরে অভিভাবকদের সঙ্গে বৈঠকে বসেন প্রধান শিক্ষক।


Share