shivraj Patil passes

প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাটিল প্রয়াত, লাতুরে শেষ নিঃশ্বাস ত্যাগ বর্ষীয়ান কংগ্রেস নেতার

কংগ্রেসের বর্ষীয়ান নেতা ও প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাটিল ১২ ডিসেম্বর লাতুরে প্রয়াত হন। বয়স হয়েছিল ৯০। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি লোকসভার স্পিকার ও কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর মৃত্যুতে কংগ্রেসে শোক।

প্রয়াত শিবরাজ পাটিল
নিজস্ব সংবাদদাতা, মহারাষ্ট্র
  • শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৫ ১২:০৪

কংগ্রেসের বর্ষীয়ান নেতা ও দেশের প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাটিল আর নেই। শুক্রবার মহারাষ্ট্রের লাতুরে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। পরিবার সূত্রে জানা গিয়েছে, কয়েকদিনের সামান্য অসুস্থতার পরই তাঁর মৃত্যু হয়।

দীর্ঘ রাজনৈতিক জীবনে শিবরাজ পাটিল ছিলেন ভারতের অন্যতম অভিজ্ঞ সংসদীয় নেতা। তিনি লোকসভার স্পিকারের দায়িত্ব পালন করেছেন এবং কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক গুরুত্বপূর্ণ দফতর সামলেছেন। বিশেষ করে ইউপিএ সরকারে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব তাঁর হাতে ছিল।

লাতুরই ছিল তাঁর রাজনৈতিক শক্ত ঘাঁটি। এই আসন থেকেই তিনি টানা সাতবার লোকসভায় নির্বাচিত হয়ে অনন্য নজির গড়েছিলেন। শান্ত স্বভাব, পরিমিত বক্তব্য এবং সংসদীয় শিষ্টতার জন্য তিনি দলের ভেতরে ও বাইরে সমানভাবে সম্মান ও আস্থা অর্জন করেছিলেন।

শিবরাজ পাটিলের প্রয়াণে কংগ্রেস নেতৃত্ব গভীর শোক প্রকাশ করেছে। দলের বক্তব্য, তাঁর পরিণত নেতৃত্ব, দীর্ঘ সংসদীয় অভিজ্ঞতা এবং প্রশাসনিক দক্ষতা ভারতীয় রাজনীতিতে এক মূল্যবান অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।


Share