special intensive revision

এসআইআরের শেষ দিনে হুগলিতে সর্বদলীয় বৈঠক, ৩৭১টি ফর্ম এখনও জমা পড়েনি জানালো জেলা প্রশাসন

সর্বদলীয় বৈঠকে জেলা প্রশাসন জানান, ৪ নভেম্বর থেকে এসআইআরের ফর্ম বিলি কাজ শুরু হয়েছিল। প্রথমে ৪ ডিসেম্বরের মধ্যে ফর্ম জমা দেওয়ার সময়সীম ছিল। কিন্তু পরে তা সাত দিন সময়সীমা বাড়ায় নির্বাচন কমিশন।

জেলা শাসকের সঙ্গে সর্বদলীয় বৈঠক
নিজস্ব সংবাদদাতা, হুগলি
  • শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ ০৩:০৬

রাত পোহালেই রাজ্যে এসআইআরের ফর্ম জমা দেওয়ার শেষ দিন। বিধানসভা নির্বাচনের আগে এসআইআরের কাজ সুষ্ঠ ভাবে সম্পূর্ণ করতে বদ্ধপরিকর কমিশন। এসবের মধ্যেই সর্বদলীয় বৈঠক ডাকল হুগলির জেলা প্রশাসন। প্রশাসন সূত্রের খবর, হুগলিতে এখনও পর্যন্ত ৩৭১ টি ফর্ম জমা পড়েনি।

সর্বদলীয় বৈঠকে জেলা প্রশাসন জানান, ৪ নভেম্বর থেকে এসআইআরের ফর্ম বিলি কাজ শুরু হয়েছিল। প্রথমে ৪ ডিসেম্বরের মধ্যে ফর্ম জমা দেওয়ার সময়সীমা ছিল। কিন্তু পরে সাত দিন আরও বাড়ান হয়। সেই সময়সীমা শেষ হচ্ছে আগামীকাল। এ দিন রাজনৈতিক দলগুলিকে নিয়ে আজ সর্বদলীয় বৈঠক করেন হুগলির অতিরিক্ত জেলাশাসক সাধারণ তরুণ ভট্টাচার্য। জেলা প্রশাসন সূত্রে খবর ৪৭ লক্ষ  ৭৫ হাজার ৯৯ জন ভোটারের মধ্যে ৯৯.৯৯% ভোটারের ডিজিটাইজেশন সম্পন্ন হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে, খবর ৪৭ লক্ষ  ৭৫ হাজার ৯৯জন ভোটারের মধ্যে ৯৯.৯৯ শতাংশ ভোটারের ডিজিটাইজেশন সম্পন্ন হয়েছে। আজ বৈঠক শেষে সমস্ত রাজনৈতিক দলগুলিকে এই বিষয়ে জানানো হয়। যে অল্প কয়েকটি বাকি রয়েছে সেই ফর্মগুলিও যাতে বৃহস্পতিবারের মধ্যে জমা পড়ে যায় সেই দিকেও দেখতে বলা হয়েছে।                     

অতিরিক্ত জেলাশাসক জানিয়েছেন, এখনও একদিন সময় আছে আশা করছি তাই নির্দিষ্ট সময়ের মধ্যেই বাকি ফর্ম গুলি জমা পড়ে যাবে। আগামী ১৬ ডিসেম্বর এসআইআরের খসড়া তালিকা প্রকাশ হবার কথা। তারপরেই বিভিন্ন ব্লকে শিবির করা হবে শুনানির জন্য তার আগে অবশ্যই সর্বদলীয় বৈঠক করে জানিয়ে দেওয়া হবে সময় ও স্থান।


Share