Special Intensive Rivision

ভোটার তালিকার সংশোধনে সময় বাড়ল ৬ রাজ্য-২ কেন্দ্রশাসিত অঞ্চলে, তালিকা থেকে বাদ পশ্চিমবঙ্গ!

নির্বাচন কমিশন ৭ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল ইউপি, গুজরাত, কেরল-সহ এসআইআর-এর সময়সীমা বাড়ালেও, পশ্চিমবঙ্গের জন্য সময় বাড়ানো হয়নি। এনুমারেশন এবং খসড়া তালিকা প্রকাশের জন্য নতুন ডেডলাইন ঘোষণা।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ ০৫:৫২

নির্বাচন কমিশন ১২ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে চলা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন-এর সময়সীমা সাত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে আবার বৃদ্ধি করেছে। তবে এই বর্ধিত তালিকার মধ্যে পশ্চিমবঙ্গ নেই; অর্থাৎ পশ্চিমবঙ্গে এসআইআর-এর কাজ শেষ করার সময়সীমা বৃদ্ধি করেনি কমিশন।

​কেরলকে আগেই বাড়তি সময় দেওয়া হয়েছিল। এবার এসআইআর-এর কাজ শেষ করার জন্য অতিরিক্ত সময় পাচ্ছে তামিলনাড়ু, গুজরাত, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, আন্দামান ও নিকোবর এবং উত্তরপ্রদেশ। এর মধ্যে উত্তরপ্রদেশকে সবচেয়ে বেশি সময় দেওয়া হয়েছে।

​কমিশন প্রথমে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল যে, ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ৪ ডিসেম্বরের মধ্যে এনুমারেশন প্রক্রিয়া শেষ করতে হবে। পরে সেই সময়সীমা সাত দিন বাড়ানো হয়েছিল, যা বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর শেষ হচ্ছে। এই কাজ শেষ করতে অতিরিক্ত সময় লাগবে কি না, তা নিয়ে কমিশন আগেই জানতে চেয়েছিল এবং সেই অনুযায়ী এবার সময় বাড়ানোর পদক্ষেপ করেছে।

​তামিলনাড়ু এবং গুজরাতকে ১৪ ডিসেম্বরের মধ্যে এনুমারেশন প্রক্রিয়া শেষ করতে হবে এবং ১৯ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করতে হবে। মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে এই কাজ শেষ করতে হবে ১৮ ডিসেম্বরের মধ্যে এবং ২৩ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করতে হবে। সবচেয়ে বেশি সময় পাওয়া উত্তরপ্রদেশকে ২৬ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে এনুমারেশন প্রক্রিয়া শেষ করার জন্য এবং ৩১ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করতে হবে। কেরলের সময়সীমা আগেই ১৮ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল এবং তাদের খসড়া তালিকা প্রকাশ করতে হবে ২৩ ডিসেম্বর।

​জানা গিয়েছে, গত শুক্রবার কমিশন ১২ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে এসআইআর-এর কাজ নিয়ে আলোচনা করে। সূত্রের খবর অনুযায়ী, সেখানেই অতিরিক্ত সময় নিয়ে কথা হয় এবং কমিশন জানায় যে, এই ১২ রাজ্যের মধ্যে এসআইআর করতে কোনও রাজ্যের অতিরিক্ত সময় লাগলে তা জানাতে হবে এবং কমিশন সেই সময় দিতে প্রস্তুত।


Share