Electrocution Injury

স্টিল টাউনশিপে উচ্চ বিভব সম্পন্ন লাইনে কাজ করতে গিয়ে দুর্ঘটনা,বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর জখম দুই ঠিকাশ্রমিক, ভর্তি হাসপাতালে

দুর্গাপুর স্টিল টাউনশিপের বি-জোনে হাই-টেনশন লাইন মেরামতির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হলেন দুই ঠিকাকর্মী সুশান্ত হালদার ও বিধান মাজি।অভিযোগ, ঠিকাদারি সংস্থার হয়ে কাজ করলেও তাঁদের কোনও পরিচয়পত্র দেওয়া হয়নি।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর
  • শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ ১০:৩৯

দুর্ঘটনায় ফের দাগ কাটল দুর্গাপুর স্টিল প্ল্যান্ট। তবে এ বার কারখানার ভিতর নয়, ঘটনাটি ঘটেছে স্টিল টাউনশিপের বি-জোনের কালিদাস রোডে। টাউনশিপে বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে আছে ‘বান্ধ সাপ্লাই’। তাদের দুই ঠিকাকর্মী কাজ করছিলেন। বিকেল পাঁচটা নাগাদ তারা উচ্চবিভব সম্পন্ন লাইনের মেরামতি করছিলেন। 

টাউনশিপে বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে আছে ‘বান্ধ সাপ্লাই’। তাদের দুই ঠিকাকর্মী কাজ করছিলেন। বুধবার বিকেল পাঁচটা নাগাদ তারা উচ্চবিভব সম্পন্ন লাইনের মেরামতি করছিলেন। সেই সময় হঠাৎ বিদ্যুৎ সংযোগ চালু হয়ে যায়। ফলে সুশান্ত হালদার ও বিধান মাজি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নীচে পড়ে যান। তৎক্ষণাৎ আহতদের দুর্গাপুর স্টিল প্ল্যান্ট মেন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপরে তাঁদের বেসরকারি মিশন হাসপাতালে স্থানান্তর করা হয়।

দুর্ঘটনার পরে দুই কর্মীর পরিচয় যাচাই করতে গিয়ে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ, ঠিকাদার সংস্থার হয়ে কাজ করলেও সুশান্ত ও বিধানকে কোনও পরিচয়পত্র দেওয়া হয়নি। এ দিন আহতদের দেখতে দুর্গাপুর স্টিল প্লান্ট মেন হাসপাতালে যান আইএনটিটিইউসির কোর কমিটির সদস্যরা। এক সদস্য মানস অধিকারী বলেন, 'আমরা ম্যানেজমেন্টকে বলে দুই কর্মীকে বেসরকারি হাসপাতালে স্থানান্তর করেছি।একইসঙ্গে তাঁদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছি।'

তিনি আরও জানান, “দুর্গাপুর স্টিল প্লান্টে পরিচয়পত্র ছাড়াই ঠিকাশ্রমিকদের কাজ করার বিষয়েও ম্যানেজমেন্টের কাছে জবাব চাওয়া হয়েছে।” এই বিষয়ে দুর্গাপুর স্টিল প্লান্টের জনসংযোগ আধিকারিক বেদবন্ধু রায় বলেন, “পুরো ঘটনার তদন্ত করা হবে। লাইন মেরামতের সময়ে কী ভাবে বিদ্যুৎ সংযোগ চালু হয়ে গেল, তা খতিয়ে দেখা হচ্ছে।” উল্লেখ্য, কয়েক দিন আগেই একই প্লান্টের বিওএফ বিভাগে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে ঝলসে গিয়েছিলেন তিন কর্মী।


Share