Fire Incident

গভীর রাতে দক্ষিণ কলকাতার রামগড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই অন্তত ৪০টি দোকান, দু’ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার রাত ১টা ৩০ মিনিট নাগাদ কয়েকটি দোকান থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। এর পরেই দ্রুত খবর দেওয়া হয় দমকলে। ঘিঞ্জি এলাকায় চারদিকে দাহ্য মালপত্র থাকায় আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। তারপরে ঘটনাস্থলে আসে দমকলের সাতটি ইঞ্জিন।

গভীর রাতে রামগড় বাজারে অগ্নিকাণ্ড।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৫ ১১:২১

গভীর রাতে দক্ষিণ কলকাতার রামগড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। পুড়ে ছাই হয়ে গিয়েছে অন্তত ৪০টি দোকান। প্রায় দু’ঘন্টার প্রচেষ্ঠায় আগুন নিয়ন্ত্রণে আসে। কীভাবে আগুন লেগেছে, তা স্পষ্ট নয়। 

স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার রাত ১টা ৩০ মিনিট নাগাদ কয়েকটি দোকান থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। এর পরেই দ্রুত খবর দেওয়া হয় দমকলে। ঘিঞ্জি এলাকায় চারদিকে দাহ্য মালপত্র থাকায় আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে দমকলের সাতটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছোয়। প্রায় দু’ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। দমকল কর্মীরা জানাচ্ছেন, বেশ কিছু ঘণ্টা পেরিয়ে গেলেও কিছু পকেটে এখনও আগুন জ্বলছে। আগুনে অন্তত ৪০টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে দাবি স্থানীয়দের। কীভাবে আগুন লাগল, তার কারণ এখনও স্পষ্ট নয়। তবে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে অনুমান দমকলের। আগুন আপাতত নিয়ন্ত্রণে। পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে এলে কারণ জানার চেষ্টা করা হবে বলে জানিয়েছে এক দমকল আধিকারিক। 

ঘিঞ্জি ওই এলাকায় ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের একাংশ ব্যবসায়ী সমিতির দিকে আঙুল তুলেছেন। অভিযোগ, দোকানের মালিকদের থেকে বিপর্যয় সামলানোর জন্য টাকা তোলা হয়েছিল, কিন্তু তার কোনও ফল ফেলেনি। তারই ফল এই অগ্নিকাণ্ড। তাদের আরও অভিযোগ, রাতেই আগুন লাগার পরে ব্যবসায়ী সমিতির সঙ্গে যোগাযোগ করা হলেও বিশেষ কোনও সুরাহার আশ্বাস মেলেনি।


Share