Drug Trafficking Foiled

ঘোষপুকুর-খড়িবাড়ি রাজ্য সড়কে মাদক হাতবদল ভেস্তে দিল এসএসবি, গ্রেফতার এক যুবক

বুধবার রাতে এসএসবির তৎপরতায় ঘোষপুকুর-খড়িবাড়ির রাজ্য সড়কের ডুমুরিয়া এলাকায় সশস্ত্র সীমা বল-এর তৎপরতায় ভেস্তে গেল মাদক পাচারের একটি বড়সড় ছক। উদ্ধার হওয়া মাদকটি হলো ১০৩ গ্রাম ব্রাউন সুগার, যার বাজার মূল্য লক্ষাধিক টাকা। এসএসবি কর্মীরা হাতেনাতে ওই যুবককে পাকড়াও করার পর তাকে গ্রেফতার করে।

গ্রেফতার অভিযুক্ত
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি
  • শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ ১০:১৪

বুধবার রাতে ঘোষপুকুর-খড়িবাড়ির রাজ্য সড়কের ডুমুরিয়া এলাকায় সশস্ত্র সীমা বল-এর তৎপরতায় মাদক পাচারের একটি বড়সড় ছক বানচাল হলো। জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি থেকে বিহারে মাদক পাচারের একটি হাত বদলের প্রস্তুতি চলছিল এই এলাকায়।

​গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এসএসবি-র একটি দল দ্রুত ডুমুরিয়া এলাকায় পৌঁছয়। এরপরই তারা সন্দেহ ভাজনদের ওপর নজরদারি শুরু করে। তল্লাশি চালানোর সময় এক যুবকের কাছ থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয়। এসএসবি সূত্রে খবর, উদ্ধার হওয়া মাদকটি হলো ১০৩ গ্রাম ব্রাউন সুগার, যার বাজার মূল্য লক্ষাধিক টাকা।

​এসএসবি কর্মীরা হাতেনাতে ওই যুবককে পাকড়াও করার পর তাকে গ্রেফতার করে। পরবর্তীতে মাদক কারবারের অভিযোগে ধৃতকে খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এসএসবি-র পক্ষ থেকে এই বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই খড়িবাড়ি থানার পুলিশ দ্রুত ওই যুবককে গ্রেফতার করে।

​পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম মহম্মদ সামিম। সে বিহার রাজ্যের বাসিন্দা। এই মাদক পাচার চক্রের সঙ্গে আর কারা জড়িত আছে, পুলিশ তা খতিয়ে দেখছে। ধৃত মহম্মদ সামিমকে আজ, বৃহস্পতিবার, শিলিগুড়ি আদালতে পেশ করা হবে। সীমান্তের নিরাপত্তা রক্ষাকারী বাহিনী এবং রাজ্য পুলিশের এই যৌথ উদ্যোগে মাদক পাচারকারীদের বার্তা দেওয়া হলো যে এই অঞ্চলে কোনো প্রকার বেআইনি কার্যকলাপ বরদাস্ত করা হবে না।


Share