Murder

বেগুন তোলাকে কেন্দ্র করে রক্তপাত,ভাই ও ভাইপোর হাতে খুন প্রৌঢ়

মুর্শিদাবাদের জলঙ্গি থানার বিদুপুর কলোনিতে বেগুন তোলাকে কেন্দ্র করে পারিবারিক বিবাদেই খুন হলেন শাহ জামাল মণ্ডল।ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা
  • শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ ০৩:০২

মুর্শিদাবাদের জলঙ্গি থানার বিদুপুর কলোনিতে বেগুন তোলাকে কেন্দ্র করে বৃহস্পতিবার ভোরে চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ পারিবারিক বচসা চরমে পৌঁছে ভাই ও ভাইপোর হাতে খুন হন এক প্রৌঢ়—এমনই অভিযোগ প্রতিবেশীদের। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে। দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক। তাঁদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে জলঙ্গি থানার পুলিশ।

মৃতের নাম শাহ জামাল মণ্ডল (৫০)। তিনি মুর্শিদাবাদের জলঙ্গি থানার বিদুপুর কলোনির বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বড় দাদা নাজির মণ্ডলের ঘরের পাশের গাছ থেকে বেগুন তুলছিলেন জামাল। এই ঘটনাকে কেন্দ্র করে তাঁর ছোট ভাই আশরাফুল ও ভাইপো এনামুলের সঙ্গে তীব্র বচসা বাঁধে। প্রত্যক্ষদর্শীদের দাবি, বচসার মাঝেই আশরাফুল ও এনামুল বাড়িতে রাখা লোহার পাইপ দিয়ে জামালের মাথায় আঘাত করেন। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি।

রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা জামালকে তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্য ও প্রতিবেশীরা। তবে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। চোয়াপাড়া গ্রাম পঞ্চায়েতের সদস্য আক্কাশ আলি জানান, বেগুন গাছটি ছিল বড় দাদা নাজিরের। সেই বেগুন গাছ নিয়ে অকারণে বিবাদ বাঁধায় তাঁর ভাই ও ভাইপো। সামান্য বিষয়টি নিয়ে এমন নৃশংস কান্ড দুঃখজনক। ডোমকলের এসডিপিও শুভম বাজাজ জানান, বেগুন তোলাকে কেন্দ্র করেই খুনের ঘটনা ঘটেছে। অভিযুক্তরা পলাতক, তাদের সন্ধানে তল্লাশি চলছে।


Share