Indian Railways

টিকিট কেন দেখব! বারুইপুর স্টেশনে মহিলা টিটির মুখে ছোড়া হল গরম ঘুগনি, গ্রেফতার মহিলা

শনিবার সকালে বারুইপুর স্টেশনে ঘটনাটি ঘটেছে। সেই সময় ২ নম্বর প্ল্যাটফর্মে শিয়ালদহ যাওয়ার গাড়ি দাঁড়িয়ে ছিল।

পূজা কুমারী (বাঁ দিক) এবং (ডান দিকে) সাইদা বিবি।
নিজস্ব সংবাদদাতা, বারুইপুর
  • শেষ আপডেট:০৬ সেপ্টেম্বর ২০২৫ ০৬:৩৮

কেন টিকিট দেখাব, আমি নিত‍্যযাত্রী! বারুইপুর স্টেশনে টিটি টিকিট দেখতে চাওয়ায় মুখে গরম ঘুগনি ছুড়ে মারার অভিযোগ উঠল। অভিযুক্ত মহিলার নাম সাইদা বিবি। তাঁকে পুলিশ গ্রেফতার করেছে। ঘটনার কথা স্বীকার করেছেন অভিযুক্ত মহিলা।

শনিবার সকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় বারুইপুর স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে আপ বারুইপুর লোকাল দাঁড়িয়েছিল। টিকিট পরীক্ষক পূজা কুমারী মহিলা কামরায় ওঠেন। সেই সময় সিটে বসে সাইদা বিবি ও অন‍্য একজন বসে ঘুগনি খাচ্ছিলেন। ট্রেনের কামরায় থাকা বাকিরা টিকিট পরীক্ষককের কাছে অভিযোগ জানান, যে ওই মহিলা সুভাষগ্রামের। বারুইপুর থেকেই সিট দখল করে বসে আছেন। কিছু বললেই দুর্ব্যবহার করছেন। এর পরেই টিকিট পরীক্ষক সাইদা বিবির কাছে টিকিট দেখতে চান।

অভিযোগ, টিকিট চাইতেই চেঁচিয়ে ওঠেন সাইদা বিবি। এক প্রত্যক্ষদর্শীদের দাবি, “সাইদা বলেছেন, টিকিট কেন দেখাব? আমি নিত‍্যযাত্রী।” এর পরে বচসা চলতে চলতে আচমকাই হাতে থাকা গরম ঘুগনির বাটি টিকিট পরীক্ষক পূজা কুমারীর মুখে ছুড়ে মারেন। গরম ঘুগনি মুখে লেগে জ্বালা করতে থাকে। আর্তনাদ শুনে কামরায় থাকা বাকিরা বোতলের করে জল দেন। কোনও ক্রমে ট্রেন থেকে নেমে আসেন পূজা। তাঁর চিকিৎসা চলছে।

ঘটনাস্থলে রেল পুলিশ এসে সাইদা বিবিকে ট্রেন থেকে নামিয়ে আনে। জানা গিয়েছে, সাইদা বিবির কাছে সুভাষগ্রাম থেকে শিয়ালদহ আসার বৈধ টিকিট ছিল। কিন্তু সুভাষগ্রাম থেকে বারুইপুর আসার কোনও বৈধ টিকিট ছিল না। শিয়ালদহের দিকে ট্রেনে চেপে বসে যাবেন বলে, সুভাষগ্রাম থেকে উল্টো দিকের ট্রেনে করে বারুইপুরে চলে আসেন।

মহিলা টিকিট পরীক্ষকের মুখে ঘুগনি ছোড়ার ঘটনায় অভিযুক্ত সাইদা বিবিকে জিআরপির হাতে তুলে দেওয়া হয়েছে। বারুইপুর জিআরপিতে অভিযোগ দায়ের করা হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, জিআরপি সাইদাকে গ্রেফতার করেছে। সাইদা বিপাকে পড়ে অবশ‍্য নিজের কৃতকর্মের কথা স্বীকার করে বলেন, “ভুল হয়েছে।” যদিও টিকিট পরীক্ষক পূজা কুমারী অভিযুক্ত সাইদা বিবির শাস্তির দাবি জানিয়েছেন।


Share