Mob Lynching At Sonarpur

সাইকেল নিয়ে বিবাদ, সোনারপুরে গণপিটুনিতে মৃত যুবক, গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সদস্য

এই ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা রয়েছে। শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। রাজ‍্যের বিরোধী দল বিজেপির অভিযোগ, “এ রাজ‍্যে বেঁচে থাকলে খবর হয়। মরে যাওয়াটা খবর নয়। এরা আবার বিহার-উত্তরপ্রদেশের কথা কোন মুখে বলে জানা নেই। আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে।”

গণপিটুনির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা।
নিজস্ব সংবাদদাতা, সোনারপুর
  • শেষ আপডেট:১০ অক্টোবর ২০২৫ ১১:৩৯

এক ব‍্যক্তি এক জনকে দিয়েছিলেন সাইকেল। ফেরত না দিলে স্থানীয় মাতব্বরদের তা জানান। সেই সাইকেল আদায় করতে গিয়ে গণপিটুনির জেরে মৃত্যু হয় এক ব্যক্তির। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের। অভিযোগের ভিত্তিতে স্থানীয় এক তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে বলে পুলিশ সূত্রের খবর।

বৃহস্পতিবার রাতে সোনারপুর ২ গ্রাম পঞ্চায়েতের শীতলা অঞ্চলে ঘটনাটি ঘটেছে। মৃত যুবকের নাম রঞ্জিত মণ্ডল। বয়স ৩৫ বছর। স্থানীয় সূত্রের খবর, রঞ্জিত এলাকার এক জনের কাছ থেকে সাইকেল নিয়েছিলেন। কিন্তু সেই সাইকেল রঞ্জিতের কাছে ওই ব্যক্তি সাইকেল ফেরত চায়। তা না দিলে স্থানীয় তৃণমূলের সদস‍্য নারায়ণ রায়কে বিষয়টি জানায়। 

অভিযোগ, নারায়ণ এই বিবাদের মধ্যে জড়িয়ে পড়েন। বৃহস্পতিবার রাতে রঞ্জিত মণ্ডলকে বেধড়ক মারধর করা হয় হয় বলে অভিযোগ। তবে কেন হঠাৎ তৃণমূল নেতা নারায়ণ এর মধ‍্যে জড়িয়ে পড়লেন, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার সময় ওই ব‍্যক্তি উপস্থিত ছিলেন না বলেও দাবি। গুরুতর জখম অবস্থায় যুবকে প্রথমে সুভাষগ্রাম গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। পরে অবস্থার অবনতি হলে চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য নারায়ণ রায়-সহ মোট চার জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে নারায়ণ রায়কে গ্রেফতার করেছে পুলিশ। তবে বাকি অভিযুক্তরা এখনো পলাতক। তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। স্থানীয় সুত্রে এ-ও জানা গিয়েছে, অভিযুক্ত তৃণমূল নেতা এর আগেও একাধিক বার এলাকায় মারধরের ঘটনা ঘটিয়েছেন। 

এই ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা রয়েছে। শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। রাজ‍্যের বিরোধী দল বিজেপির অভিযোগ, “এ রাজ‍্যে বেঁচে থাকলে খবর হয়। মরে যাওয়াটা খবর নয়। এরা আবার বিহার-উত্তরপ্রদেশের কথা কোন মুখে বলে জানা নেই। আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে।” অন্যদিকে, তৃণমূল নেতৃত্বের দাবি, “আইন নিজের পথে চলবে। কেউ দোষী প্রমাণিত হলে তাকে রেয়াত করা হবে না।


Share