Several Rounds of Bullet Fired By Some Youth

ব‍্যারাকপুরের কমিশনারের অফিসের কাছে চলল পরপর গুলি, মদ‍্যপ অবস্থায় গাড়ি নিয়ে ‘জয়রাইড’, গ্রেফতার এক আইনের ছাত্র-সহ তিন যুবক

রবিবার গভীর রাতে ব‍্যারাকপুরের লাটবাগানে ঘটনাটি ঘটেছে। সেখানেই রয়েছে পুলিশ কমিশনারের বাসভবন। গুলি চালিয়ে দুষ্কৃতীরা পালানোর চেষ্টা করে। তিন জনকেই গ্রেফতার করা হয়েছে।

এই গাড়ি থেকেই চালানো হয়েছে গুলি।
নিজস্ব সংবাদদাতা, ব‍্যারাকপুর
  • শেষ আপডেট:০৯ সেপ্টেম্বর ২০২৫ ০৭:০০

দুষ্কৃতীদের দৌরাত্ম্য ফিরল ব‍্যারাকপুরে। মদ্যপ অবস্থায় গাড়ি নিয়ে ‘জয়রাইড’ করছিল তিন মদ‍্যপ যুবক। এর পরেই চলল পরপর গুলি। পুলিশকে দেখে পালানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হল না। টাটার মোড়ে এসে পুলিশের হাতে ধরা দিল তাঁরা। গ্রেফতার করা হয়েছে তিন যুবককে। তাঁদের মধ্যে একজন আইনের ছাত্র রয়েছে বলে জানা গিয়েছে। আজ, তাঁদের ব‍্যরাকপুর মহকুমা আদালতে হাজির করানো হয়।

স্থানীয় সুত্রের খবর, রবিবার গভীর রাতে তিন মদ‍্যপ যুবক কালো স্করপিও গাড়ি নিয়ে ব‍্যারাকপুর থেকে টিটাগড়ের দিকে ফিরছিল। লাটবাগানের বিএন বসু হাসপাতালের কাছে এসে তাঁরা শূন্যে পরপর গুলি চালায়। এর পরেই স্থানীয়েরা আতঙ্কিত হয়ে টিটাগড় থানায় খবর দেন। সেখানে থেকে বিএন বসু হাসপাতালে কর্তব্যরত পুলিশকর্মীদের কাছে খবর যায়। পুলিশ ঘটনাস্থলে যেতেই তিন দুষ্কৃতী গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু টিটাগড়ের টাটার মোড়ে আসতেই, তিন জনকে ধাওয়া করে ধরে ফেলে।

ধৃত তিন যুবককে নাম, মহম্মদ আরমান আনসারি, মহম্মদ শাহবাজ আনসারি এবং বিশ্বজিৎ তিওয়ারি। এর মধ্যে মহম্মদ আরমান আনসারি আইনের ছাত্র বলে জানা গিয়েছে। তিন জনই খরদহের বাসিন্দা। পুলিশ সূত্রের খবর, ধৃতেরা রবিবার সন্ধ্যায় ব‍্যারাকপুরের চিড়িয়া মোড়ে একটি পানশালায় যায়। সেখানে প্রচুর পরিমাণে মদ‍্যপান করে। রাতে গাড়ি করে বাড়ির দিকে যাচ্ছিল। লাটবাগানে আসতেই এই ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, ধৃতদের কাছ থেকে একটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। পাশাপাশি দু’রাউন্ড কার্তুজও উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, মহম্মদ আরমানই গুলি চালিয়েছে। কিন্তু কী কারণে গুলি চালিয়েছে, তা স্পষ্ট নয়। বন্দুকের লাইসেন্স ছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

লাটবাগান এলাকার ব‍্যরাকপুর পুলিশ কমিশনারেটের প্রধান কার্যালয় রয়েছে। রয়েছে কমিশনারের বাসভবনও। সামনেই বিএন বসু হাসপাতাল রয়েছে। এমন হাই-প্রোফাইল জোনে কীভাবে গুলি চালানোর ঘটনা ঘটল, তা নিয়েও প্রশ্ন উঠছে। পাশাপাশি ব‍্যারাকপুর শিল্পাঞ্চলের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। 

যদিও এই বিষয়ে ব‍্যারাকপুর পুলিশ কমিশনারেটের এক কর্তা বলেন, “রাতের নিরাপত্তা ব্যবস্থা আগের থেকে অনেক উন্নত হয়েছে৷ সেই কারণেই মত্ত তিন যুবককে সঙ্গে সঙ্গে পাকড়াও করা গিয়েছে। নিছকই খেলার ছলে নাকি গুলি-কাণ্ডের নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃত তিন জনকে সোমবার ব‍্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হয়।


Share