Jewellery Shop Owner Murdered

বরাহনগরে সোনার দোকানের মালিককে খুন! সিসি ক্যামেরা বন্ধ করে চলল অবাধে লুটপাট, পলাতক দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি পুলিশের

ওই দোকানের মালিককে খুনের আগে পর্যন্ত সিসি ক্যামেরা চালু ছিল। তার পরে বন্ধ হয়ে যায়। পুলিশের অনুমান, শঙ্করকে খুনের জন‍্যই সিসি ক্যামেরা বন্ধ করা হয়েছে। শনিবার সন্ধ্যায় ঘটনাস্থলে আসেন ব‍্যারাকপুরের পুলিশ কমিশনার মুরলিধর শর্মা।

বরাহনগরের স্বর্ণ ব‍্যবসায়ীকে খুনের অভিযোগ।
নিজস্ব সংবাদদাতা, বরাহনগর
  • শেষ আপডেট:০৪ অক্টোবর ২০২৫ ১০:২৮

ভরদুপুরে সোনার দোকানে ঢুকে অবাধে লুঠপাট চালাল দুষ্কৃতীরা। এর পরে মালিককে খুন করে পালিয়ে যায় তারা। শনিবার উত্তর ২৪ পরগনার বরাহনগর থানা থেকে দেড় কিলোমিটার দূরে একটি সোনার দোকানে ঘটনাটি ঘটেছে। স্বর্ণ ব‍্যবসাসায়ীর হাত-পা বাঁধা দেহ উদ্ধার করেছে পুলিশ।

জানা গিয়েছে, মৃত স্বর্ণ ব‍্যবসায়ীর নাম শঙ্কর জানা। বরাহনগর থানা থেকে মাত্র দেড় কিলোমিটারের মধ্যে শম্ভুনাথ দাস লেনে তার সোনার দোকান রয়েছে। পুলিশ সুত্রের খবর, এ দিন দুপুরে অজ্ঞাতপরিচয়ে পাঁচজন তার দোকানের সামনে ঘোরাফেরা করতে দেখা যায়। তাদের মধ্যে দু’জন দুষ্কৃতী ক্রেতা সেজে সোনার গয়না কেনার নাম করে দোকানে ঢোকে। বাইরে তিনজন অপেক্ষা করছিল। এর পরে আরও দু’জন দোকানে ঢোকেন। সেই সময় ভিতরে থাকা দুষ্কৃতীদের মধ্যে কেউ দোকান মালিক শঙ্করের চোখে লঙ্কাগুঁড়ো ছিটিয়ে দেয়। দোকানে জিনিসপত্র লুঠের পরে সিসি ক্যামেরা বন্ধ করে দেওয়া হয়। খুন করা হয় শঙ্করকে। তার হাত-পা বেঁধে দেয় দুষ্কৃতীরা।

জানা যায়, শঙ্করের পুত্র দিল্লিতে থাকেন। মোবাইলে দোকানের মনিটরিং ক‍্যমেরা ব্লক দেখে সন্দেহ হয়। এর পরেই দিল্লি থেকে কয়েক জন পরিচিতকে ফোন করেন। এর পরেই স্বর্ণ ব্যবসায়ীর খুনের খবর সামনে এসেছে। এর পরেই ঘটনাস্থলে পুলিশ পৌঁছোয়। তারা এসে প্রৌঢ়ের দেহ উদ্ধার করেছে। পুলিশ সূত্রের খবর, যে সময় ঘটনাটি ঘটেছে সেই সময় দোকানে শঙ্কর একাই ছিলেন। তার মাথায় আঘাতের চিহ্ন মিলেছে। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

স্থানীয়েরা জানিয়েছেন, সবে পুজো শেষ হওয়ায় বেশিরভাগ দোকান বন্ধ ছিল। দুষ্কৃতীরা সেই সুযোগকে কাজে লাগিয়েছে বলে মনে করা হচ্ছে। শঙ্করের দোকানের ঠিক উল্টো দিকে একটি বাড়ির সিসি ক্যামেরা রয়েছে। তা খতিয়ে দেখা হচ্ছে। তাতে পাঁচ জনকে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে।

ওই দোকানের মালিককে খুনের আগে পর্যন্ত সিসি ক্যামেরা চালু ছিল। তার পরে বন্ধ হয়ে যায়। পুলিশের অনুমান, শঙ্করকে খুনের জন‍্যই সিসি ক্যামেরা বন্ধ করা হয়েছে। শনিবার সন্ধ্যায় ঘটনাস্থলে আসেন ব‍্যারাকপুরের পুলিশ কমিশনার মুরলিধর শর্মা। তিনি বলেন, “দুপুর ৩টে নাগাদ ঘটনাটি ঘটেছে। মোট পাঁচজন ছিল। ফরেন্সিকের একটি দল এসেছে। গোয়েন্দারা কাজ করছে। তদন্ত শুরু হয়েছে।”


Share