Housewife Death Due to An Accident At Kultali

নবমীর রাতে ঠাকুর দেখতে বেরিয়ে দুর্ঘটনা, দাঁড়িয়ে থাকা মোটরবাইকে ধাক্কা মারল গাড়ি, ঘটনাস্থলেই মৃত্যু গৃহবধূর

মৃতার নাম দেবী মন্ডল। বয়স ১৯ বছর। বুধবার রাতে তিনি স্বামী মিলন মণ্ডলের সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন। কুলতলির জামতলা মোড়ে একটি পেট্রোল পাম্পে মোটরবাইকে তেল ভরিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে দু’জনে কথা বলছিলেন।

মৃতার নাম দেবী মন্ডল।
নিজস্ব সংবাদদাতা, কুলতলি
  • শেষ আপডেট:০২ অক্টোবর ২০২৫ ০৩:৫৬

নবমীর রাতে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন দম্পতি। পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে দু’জনে কথা বলছিলেন। সেই সময় দ্রুত গতিতে আসা একটি গাড়ি সজোরে তাদের ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে গৃহবধূর। স্বামী গুরুতর জখম হয়েছেন। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে।

মৃতার নাম দেবী মন্ডল। বয়স ১৯ বছর। বুধবার রাতে তিনি স্বামী মিলন মণ্ডলের সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন। কুলতলির জামতলা মোড়ে একটি পেট্রোল পাম্পে মোটরবাইকে তেল ভরিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে দু’জনে কথা বলছিলেন। সেই সময় দ্রুত গতিতে আসা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরবাইকে ধাক্কা মারে। বরাত জোরে স্বামীর প্রাণ বেঁচে গেলেও স্ত্রী দেবী মন্ডল ঘটনাস্থলেই মারা যান।

প্রত‍্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘাতক গাড়িটির গতি অত্যন্ত বেশি ছিল। ধাক্কা লাগার সঙ্গে সঙ্গেই দেবী বেশ কিছুটা দূরে ছিটকে পড়েন। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে কুলতলি থানার পুলিশ। রক্তাক্ত অবস্থায় দু’জনকে উদ্ধার করে কুলতলি ব্লক হাসপাতালে নিয়ে গেলে দেবীকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মিলনের চিকিৎসা হয়। তিনি বর্তমানে বাড়িতেই রয়েছেন। বৃহস্পতিবার তরুণীর দেহের ময়নাতদন্ত করা হবে বলে জানা গিয়েছে।

ঘাতক গাড়িটির এখনও হদিশ মেলেনি বলে পুলিশ সূত্রের খবর। সিসিটিভি ফুটেজ দেখে সেই গাড়িটির খোঁজ চলছে বলে জানিয়েছে পুলিশের এক আধিকারিক। স্থানীয়দের অভিযোগ, পুজোর সময় নজরদারি এবং ট্রাফিক নিয়ন্ত্রণ আরও জোরদার করা উচিৎ ছিল। কিন্তু তা করা হয়নি। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকলে এমন দুর্ঘটনা ঘটত না। অভিযুক্তের শাস্তির দাবিতে সরব হয়েছে এলাকাবাসী।


Share