Durga Puja Closed in Amid Administrative Pressure

প্রশাসনিক চাপ! দুর্গাপুজো বন্ধ করল দক্ষিণ ২৪ পরগনার একটি কমিটি, থিম ছিল ‘অপারেশন সিঁদুর’

ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সাগরের চোকফুলডুবিতে। সেখানকার একটি দুর্গাপুজোতে থিম করা হয়েছিল ‘অপারেশন সিঁদুর’। কাশ্মীরে পহেলগাঁওয়ে ২৬ জন ভারতীয় নাগরিককে ধর্ম নিশ্চিত করে গুলি করে হত‍্যা করে ছিল পাকিস্তানের জঙ্গিরা। তারই প্রদর্শন করার বন্দোবস্ত করেছিলেন ওই পুজো কমিটি।

বন্ধ হয়ে গিয়েছে দুর্গাপুজো।
নিজস্ব সংবাদদাতা, সাগর
  • শেষ আপডেট:২৭ সেপ্টেম্বর ২০২৫ ০১:৩২

পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে পুজোর অনুদান নিয়েছে। থিম ছিল ‘অপারেশন সিন্দুর’। মাঝপথে ওই দুর্গাপুজো নিয়ে দেখা দিয়েছে বিতর্ক। অভিযোগ, ‘অপারেশন সিঁদুর’ নিয়ে আপত্তি তুলেছে স্থানীয় প্রশাসন। বারে বারে চাপ দেওয়া হচ্ছে। চাপের মুখে পড়ে তাই পুজো বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি অনুদান ফিরিয়ে দেওয়া কথাও জানিয়েছে দুর্গাপুজোর কর্মকর্তারা।

এমন বেনজির ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সাগরের চোকফুলডুবিতে।  সেখানকার একটি দুর্গাপুজোতে থিম করা হয়েছিল ‘অপারেশন সিঁদুর’। কাশ্মীরে পহেলগাঁওয়ে ২৬ জন ভারতীয় নাগরিককে ধর্ম নিশ্চিত করে গুলি করে হত‍্যা করে ছিল পাকিস্তানের জঙ্গিরা। তারই প্রদর্শন করার বন্দোবস্ত করেছিলেন ওই পুজো কমিটি। সেই পুজো উদ্বোধনের জন‍্য আমন্ত্রণপত্র ছাপানো হয়ে গিয়েছিল। গোটা এলাকায় ব‍্যনার, ফেস্টুন দিয়ে সাজানো হয়ে গিয়েছিল। এর পরেই শুরু হয় বিতর্ক। এমন প্রদর্শনী করা যাবে না, বলে প্রথমে চাপ দেওয়া হয়। এর পরেই প্রশাসনের তরফে প‍্যান্ডেল খুলে ফেলার জন‍্য চাপ দেওয়া হয় বলে অভিযোগ। পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া অনুদানের টাকা ফেরত দেওয়ার কথাও তারা ঘোষণা করেছেন। 

পুজো কমিটির একটি বিবৃতিতে বলে, “অসহনীয় প্রশাসনিক চাপের কারণে আমাদের উৎসব স্থগিত করতে হয়েছে। আমাদের জানানো হয়েছে, এই থিম (অপারেশন সিঁদুর) অনুমোদিত নয়। আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রাপ্ত সরকারি অনুদান ফেরত দেব।”

সরাসরি না হলেও প্রশাসনের তরফ থেকে পরোক্ষভাবে চাপ তৈরি করা হয়েছিল বলে দাবি করেছে পুজো কমিটি। এই নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ক্ষোভ তৈরি হয়েছে। দেবাশিস বেরা নামে এক গ্রামবাসী বলেন, “পুজোর সভাপতি শাসকদলের ঘনিষ্ঠ। তাও ‘অপারেশন সিঁদুর’ নিয়ে অস্বস্তি তৈরি হয়েছে। তিনি নিজে স্থানীয় বিধায়কের হাতে নিমন্ত্রণপত্র পৌঁছে দিয়েছিলেন।” পরে বিধায়কই আপত্তি জানান বলেও অভিযোগ করেন দেবাশিস। যদিও সাগর ব্লক প্রশাসন বা পুলিশের তরফ থেকে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি। 

যদিও রাজ্যের মন্ত্রী ও স্থানীয় বিধায়ক বঙ্কিম হাজরা এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। বঙ্কিম বলেন, “এগুলো সম্পূর্ণ মিথ্যা প্রচার। কমিটির কয়েক জন বিজেপি ঘনিষ্ঠ। তারাই ইচ্ছে করে পুজোকে রাজনৈতিক রঙ দিতে চাইছে। আমি সভাপতির সঙ্গে কথা বলেছি, উনি কিছুই জানেন না।” অন্যদিকে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার পাল্টা আক্রমণ করে বলেন, “কেউ মায়ের উপস্থাপনা নিয়ে সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে না। ‘অপারেশন সিঁদুর’ জাতীয় ঐক্যের প্রতীক। যারা এর বিরোধিতা করছে, তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হওয়া উচিত।”

সাগর দুর্গাপুজো মাঝপথে বন্ধ হয়ে যাওয়ায় নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশ্ন উঠেছে, ধর্মীয় অনুষ্ঠানের থিম রাজনৈতিক বা প্রশাসনের প্রভাবের কীভাবে নিয়ন্ত্রিত হতে পারে বলে। এক বিজেপি নেতার কথায়, এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা বৃহত্তর রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ। এ ভাবে ধর্মীয় সাংস্কৃতিকে ‘সেন্সর’ করে কী লাভ, বলে প্রশ্ন তুলেছেন তিনি।


Share