Chinese Manja Took A Life of An Ex Army

চিনা মাঞ্জা সুতোয় গলা কাটল মোটরবাইক আরোহীর, কল‍্যানী এক্সপ্রেসওয়েতে মৃত‍্যু প্রাক্তন সেনাকর্মীর

মৃত ব‍্যক্তির নাম গৌতম ঘোষ। বয়স ৫৫ বছর। তিনি প্রাক্তন সেনাকর্মী ছিলেন। সুত্রের খবর, গৌতম ঘোষ অবসর নেওয়ার পরে নিরাপত্তা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত ছিলেন।

চিনা মাঞ্জা সুতো গলা কাটল প্রাক্তন সেনাকর্মীর।
নিজস্ব সংবাদদাতা, খড়দহ
  • শেষ আপডেট:১৮ সেপ্টেম্বর ২০২৫ ১০:৪২

ফের চিনা মাঞ্জা সুতো গলায় জড়িয়ে প্রাণ গেল এক ব‍্যক্তির। বুধবার, বিশ্বকর্মা পুজোর দিনে ব‍্যারাকপুরের কাছে কল‍্যাণী এক্সপ্রেসওয়েতে ঘটনাটি ঘটেছে। মৃত ব‍্যক্তি প্রাক্তন সেনাকর্মী বলে জানা গিয়েছে।

মৃত ব‍্যক্তির নাম গৌতম ঘোষ। বয়স ৫৫ বছর। জানা গিয়েছে, এ দিন তিনি ব‍্যারাকপুর থেকে মোটরবাইকে করে বিমানবন্দরের দিকে আসছিলেন। সেইমতো তিনি কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে আসছিলেন। খড়দহের কাছে আসতেই কোনও ভাবে চিনা মাঞ্জা সুতো গলায় জড়িয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় গলার নলি। ওই অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান তিনি।

এর পরেই স্থানীয়েরা গৌতমবাবুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বন্দিপুর হাসপাতালে নিয়ে আসেন। সেখানেই চিকিৎসকেরা গৌতমবাবুকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকেরা জানান, অতিরিক্ত রক্তক্ষরণের জন্য বাঁচানো সম্ভব হয়নি। আপাতত তাঁকে কলকাতার কমান্ড হাসপতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ সুত্রের খবর, গৌতম ঘোষ অবসর নেওয়ার পরে নিরাপত্তা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত ছিলেন।

চিনামাঞ্জা জন্য পথচারী, মোটরবাইক চালকদের অসুবিধা নতুন নয়। গত সপ্তাহেই হাওড়ার বালিঘাটের কাছে চিনা মাঞ্জা সুতো গলায় জড়িয়ে গুরুতর জখম হন সুমন মন্ডল নামে এক বেসরকারি ব‍্যাঙ্কের কর্মী। রক্তাক্ত অবস্থায় তাঁকে নিকটবর্তী হাসপতালে নিয়ে যাওয়া হয়। জানা যায়, ওই ব‍্যাঙ্ককর্মীর গলায় পাঁচটি সেলাই পড়েছে। এর আগেও মা উড়ালপুলে চিনা মাঞ্জা সুতোয় জখম হয়েছেন একাধিক মোটরবাইক চালক এবং আরোহীরা। 

এ দিন বিশ্বকর্মা পুজো উপলক্ষে ঘুড়িপ্রেমীরা সকাল থেকে ছাদেই কাটিয়েছেন। ব‍্যবহার হয়েছে চিনা মাঞ্জা সুতো। ঘুড়ি ওড়ানোর সুতো হিসেবে চিনা মাঞ্জা কেনাবেচা আগেই নিষিদ্ধ করেছে সরকার। তার পরেও দোকানে দোকানে তা অবাধে বিক্রি হচ্ছে। এ ক্ষেত্রে যে পুলিশের নজরদারির অভাব রয়েছে, তা আরও এক বার দেখিয়ে দিল কল‍্যাণী এক্সপ্রেসওয়ের এ দিনের ঘটনা।


Share