TMC Leader Murder

ভাঙড়ে তৃণমূল নেতা রজ্জাক খান খুনের ঘটনায় গ্রেফতার আরও এক তৃণমূল কর্মী-সহ তিন জন, গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল চার জন

ধৃতদের নাম আজারউদ্দিন মোল্লা, জাহানআলি খান ওরফে কাঙাল এবং রাজু মোল্লা। আজ, সোমবার তাদের বারুইপুর আদালতে পেশ করা হয়।

ভাঙড়ে তৃণমূল নেতা খুনের ঘটনায় গ্রেফতার আরও তিন জন।
নিজস্ব সংবাদদাতা: ভাঙড়
  • শেষ আপডেট:১৪ জুলাই ২০২৫ ০৫:১৪

ভাঙড়ে তৃণমূল নেতা রজ্জাক খান খুনের ঘটনায় আরও তিন জনকে গ্রেফতার করল বিজয়গঞ্জ বাজার থানার পুলিশ। ধৃতদের নাম আজারউদ্দিন মোল্লা, জাহানআলি খান ওরফে কাঙাল এবং রাজু মোল্লা। আগেই গ্রেফতার করা হয়েছিল মোফাজ্জল মোল্লাকে। পুলিশ সূত্রের খবর, তাঁকে জিজ্ঞাসাবাদ করেই এই তিন জনের খোঁজ পাওয়া গিয়েছে। সব মিলিয়ে এই ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল চার জন।

গত শুক্রবার রাতে ভাঙড়ের চালতাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের শিরিষতলায় এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা রজ্জাক খান-কে দলীয় বৈঠক সেরে বাড়ি ফেরার পথে বেশ কয়েক জন দুষ্কৃতী তাঁকে লক্ষ্য চালান। মৃত‍্যু নিশ্চিত করতে পর পর ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলে অভিযোগ উঠেছে। সেই ঘটনার তদন্তে নেমে তিন দিনের মাথায় মেফাজ্জেল মোল্লাকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করে এই তিন অভিযুক্তের খোঁজ মেলে। জানা গিয়েছে, পোলেরহাটের একটি আবাসন থেকে আজহারউদ্দিন মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। বাকি দু’জন রাজু মোল্লা এবং জাহানআলি খান-কে ভাঙড় থেকে পুলিশ গ্রেফতার করেছে।

স্থানীয় সূত্রের খবর, আজারউদ্দিন মোল্লা ভাঙড়ের প্রাক্তন আইএসএফ নেতা ছিলেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরে সওকত মোল্লার হাত ধরে তৃণমূলে আসে। তিনি ভাঙড় বিধানসভা কেন্দ্রের নির্বাচনী কমিটিরও সদস্য বলে দাবি। পুলিশ সূত্রের খবর, এই মোফাজ্জেল মোল্লা এবং আজহারউদ্দিন মোল্লা ওরফে কাঙাল হত‍্যার ছক কষে ছিলেন। রাজু মোল্লা শুটার হিসেবে কাজ করেছেন। নিহত তৃণমূল নেতা রজ্জাক খান কখন কোথায় যাচ্ছে সেটা গতিবিধির উপর নজর রাখছিল জাহানআলি খান। প্রসঙ্গত, ঘটনার দিন যেখানে রজ্জাকের খানের দেহ পড়েছিল সেখানে গিয়েছিলেন বিধায়ক সওকত মোল্লা। তাঁর সঙ্গে খুনের ঘটনায় ধৃত মোফাজ্জেল মোল্লার ছবি ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।

রজ্জাকের হাতে এলাকার দখল চলে যাচ্ছিল। সেই কারনে ভাঙড়ের তৃণমূল নেতা রজ্জাক খান-কে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। আজ, সোমবার খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ধৃতদের পুলিশি হেফাজতে আবেদন জানিয়ে বারুইপুর আদালতে পেশ করা হয়েছে। এই ঘটনার সঙ্গে আরও কে বা কারা জড়িত রয়েছে তা তদন্ত করে দেখছে কলকাতা পুলিশ। তবে ভাঙড়ে তৃণমূল নেতা খুনের ঘটনায় তৃণমূলের নেতা-কর্মীরা গ্রেফতার হওয়ার দলেরই কোন্দল বলে মনে করছেন তৃণমূলের একাংশ।


Share