Suicide Attempt

বাড়িতে বিয়ের জন্য চাপ, ক্লাসরুমে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নাবালিকার, ভর্তি হাসপাতালে

গতকাল বৃহস্পতিবার বাগদা থানা এলাকার সিন্দ্রানী সাবিত্রী উচ্চ বালিকা বিদ্যালয়ে তখন ক্লাস চলছিল। সেই সময় এক নাবালিকা ছাত্রী কিছু একটা খেয়ে ফেলে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা সপ্তম শ্রেণির ছাত্রীর।
নিজস্ব সংবাদদাতা, বাগদা
  • শেষ আপডেট:২২ আগস্ট ২০২৫ ১১:৪৬

ক্লাসের মধ্যেই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করল এক সপ্তম শ্রেণির ছাত্রী। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার বাগদায় ঘটনাটি ঘটেছে। ক্লাসের ছাত্রীরাই স্কুলের কর্তৃপক্ষকে বিষয়টি জানায়। তাকে উদ্ধার করে হাসপাতালের ভর্তি করা হয়েছে। তার চিকিৎসা চলছে।

জানা গিয়েছে, গতকাল বৃহস্পতিবার বাগদা থানা এলাকার সিন্দ্রানী সাবিত্রী উচ্চ বালিকা বিদ্যালয়ে তখন ক্লাস চলছিল। সেই সময় এক নাবালিকা ছাত্রী বিষাক্ত কিছু খেয়ে ফেলে। অসুস্থতা বোধ করায় তার সহপাঠীরা স্কুলের শিক্ষকদের জানায়। ওই নাবালিকা সপ্তম শ্রেণির ছাত্রী। স্কুলের শিক্ষকেরা নাবালিকাকে উদ্ধার করে প্রথমে সিন্দ্রানী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে নাবালিকাকে বনগাঁ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে নাবালিকার চিকিৎসা চলছে।

সহপাঠীদের দাবি, নাবালিকাকে বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দেওয়া হচ্ছিল। কিন্তু সে বিয়ে করতে অস্বীকার করে। পড়াশোনা চালিয়ে যেতে চায় সে। তাই বাড়ির এমন সিদ্ধান্ত মেনে নিতে না পেরে এই ঘটনা ঘটিয়েছে। যদিও পরিবারের দাবি, পড়াশোনায় যাতে মন দেয়, তার জন্য বিয়ে দেওয়ার ভয় দেখানো হয়েছিল। তবে সেটা প্রায় দেড় মাস আগে। সেই ঘটনার সঙ্গে মেয়ের আত্মহত্যার চেষ্টার কোনও যোগ নেই বলে দাবি করেন নাবালিকার মা। বাড়িতে থাকা মশা মারার ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছে বলে জানিয়ে নাবালিকার মা। একসঙ্গে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। স্কুলের নিরাপত্তা অভাব রয়েছে বলে অভিযোগ করেছেন। তার আরও অভিযোগ, সহপাঠীদের সঙ্গে ঝামেলার জেরে তাঁদের মেয়ে আত্মহত্যার চেষ্টা করেছে।

স্কুল কর্তৃপক্ষের দাবি, প্রত‍্যেক ছাত্রছাত্রীদের বলা হয়, কোনও সমস্যা থাকলে জানাতে। ওই ছাত্রী কোনও বিষয়ে অভিযোগ করেনি। যখন বিষ খায়, তখন ক্লাসে কোনও শিক্ষক ছিল না। ওই ছাত্রী কেন বিষ খেয়েছে, তা-ও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।


Share