House Collapse

হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির দেওয়াল, ঘুমন্ত অবস্থায় মৃত‍্যু মা ও দুই মেয়ের

বৃহস্পতিবার ভোররাতে মন্দিরবাজারে ঘটনাটি ঘটেছে। মা এবং দুই মেয়ের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

মাটির দেওয়ালে চাপা পড়ে মৃত্যু তিনজনের।
নিজস্ব সংবাদদাতা, মন্দিরবাজার
  • শেষ আপডেট:০৫ সেপ্টেম্বর ২০২৫ ০২:১২

ঘুমাচ্ছিলেন মা এবং তাঁর দুই নাবালিকা মেয়ে। সেই সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বাড়ির দেওয়াল। ঘুমের মধ্যেই দেওয়াল চাপা পড়ে তিনজনের মৃত্যু হল। দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার থানার কামারপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

জানা গিয়েছে, বৃহস্পতি কর্মকার (৪৩) এবং তাঁর দুই মেয়ে শিলা কর্মকার (১৫) এবং প্রিয়া কর্মকার (১০) নিজের বাড়িতেই ঘুমাচ্ছিলেন। এ দিন ভোররাতে আচমকাই ভেঙে পড়ে কাঁচা বাড়ির দেওয়াল। বিকট শব্দ শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। আওয়াজের উৎস কী, তা দেখতে বাইরে এসে দেখেন, বৃহস্পতি কর্মকারের বাড়ির দেওয়াল ধসে গিয়েছে। ধ্বংসাবশেষের নীচে চাপা পড়ে রয়েছেন তিনজন। এর স্থানীয়ের কথায়, @অতিবৃষ্টির জেরে বৃহস্পতিদের বাড়ির দেওয়াল এবং ভিত আলগা হয়ে গিয়েছিল। তাই এই ঘটনা ঘটেছে।”

প্রতিবেশীরাই মা বৃহস্পতি কর্মকার এবং দুই মেয়ে শিলা এবং প্রিয়াকে উদ্ধার করেন। খবর দেন মন্দিরতলা থানায়। তিনজন পুলিশকর্মী ঘটনাস্থলে আসেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ তাঁদের দেহ ময়নাতদন্তের জন্য ডায়মন্ড হারবার পুলিশ মর্গে পাঠিয়েছে।

উল্লেখ্য, অতিবৃষ্টির জেরে রাজ‍্যের একাধিক যায়গায় কাঁচা বাড়ির দেওয়ালে চাপা পড়ে মৃত্যুর ঘটনা ঘটছে। সম্প্রতি বাঁকুড়ার পাত্রসায়রে মাটির বাড়ির দেওয়াল চাপা পড়ে এক শিশুর মৃত্যু হয়। পরিবারের অভিযোগ ছিল, আবাস যোজনার জন্য বারবার আবেদন জানিয়েও তালিকায় নাম আসেনি। সেই নিয়ে তৃণমূল-বিজেপি তরজা তুঙ্গে ওঠে। এ ক্ষেত্রেও এই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে কিনা, সে বিষয়ে স্থানীয় প্রশাসনের তরফে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। স্থানীয় এক তৃণমূল নেতার দাবি, বৃহস্পতি কর্মকার ‘বাংলা আবাস যোজনার’ টাকা পেয়েছিলেন। দ্বিতীয়বারের কিস্তির টাকাও পেয়েছেন। কিন্তু বাড়ির কাজ শুরু করতে দেরি করেছিলেন।

শুক্রবার এই ঘটনার খবর পেয়ে স্থানীয় মন্দিরবাজার বিধানসভার তৃণমূল বিধায়ক জয়দেব হালদার ঘটনাস্থলে যান। দেখা করেন পরিবারের সদস্যদের সঙ্গে। তাঁদেরকে সব রকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি।


Share