Madhyamgram Blast

মধ্যরাতে মাধ্যমগ্রামে বিস্ফোরণ, মৃত উত্তরপ্রদেশের যুবক, ঘটনাস্থলের নমুনা সংগ্রহ করল ফরেন্সিক

রবিবার রাত একটা নাগাদ মধ্যমগ্রাম হাই স্কুলের গেটের সামনে জলকল্যাণ মাঠের উল্টো দিকে রবীন্দ্র মুক্ত মঞ্চের। যুবককে হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় ছিল।

ঘটনাস্থলে এসেছে পুলিশ।
নিজস্ব সংবাদদাতা, মধ্যমগ্রাম
  • শেষ আপডেট:১৮ আগস্ট ২০২৫ ১২:১৯

রবিবার মধ্যরাতে বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল মধ‍্যমগ্রাম। বিস্ফোরণের পরে এক যুবককে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাকে বাঁচানো যায়নি। ঘটনাস্থলে যায় ফরেন্সিকের একটি দল। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে।

জানা গিয়েছে, মধ‍্যমগ্রাম হাই স্কুলের গেটের সামনে রবীন্দ্র মুক্ত মঞ্চের একটি বেঞ্চে বসে ছিলেন এক যুবক। জানা গিয়েছে। রাত ১টা নাগাদ বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এলাকা। এক যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। তাকে উদ্ধার করে বারাসত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাকে বাঁচানো সম্ভব হয়নি। আজ, সোমবার সকালে যুবক মারা যায়। হাসপাতাল সূত্রের খবর, তার দু’টো হাত উড়ে গিয়েছে। পুলিশের দাবি, মৃত যুবককে নাম সচ্চিদানন্দ মিশ্র। সে উত্তরপ্রদেশের বাসিন্দা।

মধ‍্যমগ্রাম স্টেশনের পাশেই ব্রিজের ঘটনাটি ঘটেছে। অত‍্যাধিক জনবহুল এলাকায় এই ঘটনার পরে উত্তেজনা ছড়িয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, সেখানে আইইডি বিস্ফোরণ হয়েছে। ঘটনাস্থল থেকে কিছু ইলেকট্রনিক সরঞ্জাম, একটি ব‍্যগ এবং দুটি খাবারের প্যাকেট উদ্ধার হয়েছে। ওই যুবক একা ছিল নাকি তার সঙ্গে আরও কেউ ছিল তা তদন্ত করে দেখা হচ্ছে। ইতিমধ্যেই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে তদন্তকারীরা। ফরেন্সিকের একটি দলও সেখানে যায়। নমুনা সংগ্রহ করেছে তারা।

এলাকায় ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা রাখা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, ওই যুবকের হাতেই বোমা ছিল। এ দিন ঘটনাস্থলে যান বারাসত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস-সহ উচ্চপদস্থ পুলিশ কর্তারা। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, “বিস্ফোরণের তদন্ত চলছে। তবে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।”


Share