Suicide

প্রেমিককে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ, প্রেমিকার বাড়ির সামনে বিক্ষোভ সোদপুরে, গ্রেফতার অভিযুক্ত

আজ, রবিরার সকালে সোদপুরে ঘটনাটি ঘটেছে। মৃত যুবকের নাম বিবেক দাস। ঘটনায় অভিযুক্ত বাবলি পান্ডেকে গ্রেফতার করেছে পুলিশ।

আত্মহত‍্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে উত্তেজনা সোদপুরে।
নিজস্ব সংবাদদাতা: সোদপুর
  • শেষ আপডেট:১৭ আগস্ট ২০২৫ ১২:৩৯

প্রেমিককে ভিডিয়ো কলে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগনার সোদপুরে। রবিবার সকালে আংগেলস নগরে ঘটনাটি ঘটেছে। যুবকের মৃত্যুর প্রতিবাদে স্থানীয়েরা প্রেমিকার বাড়ির সামনে বিক্ষোভ দেখায়। পুলিশ অভিযুক্ত প্রেমিকাকে গ্রেফতার করেছে।

স্থানীয় সূত্রের খবর, বিবেক দাস নামে যুবকের সঙ্গে বাবলি পান্ডের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। গত শনিবার হোয়াটসঅ্যাপে দু’জনের মধ্যে ঝামেলা হয়। উত্তপ্ত বাক্য বিনিময় হয়। গতকাল শনিবার দু’জনে ভিডিয়ো কল করেন। অভিযোগ, সেখানেই বিবেক দাসকে আত্মহত্যার প্ররোচনা দেওয়া হয়। এর পরেই বিবেক নিজেকে শেষ করে দেওয়ার পথ বেছে নেয়। নিজের ঘর থেকেই বিবেকের দেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, মেয়েটি বিবেককে মানসিকভাবে হেনস্থা করছিল। প্রেমিকা বাবলি পান্ডের শাস্তির দাবি জানিয়েছেন তারা।

রবিবার সকালে বিবেক দাসের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসীরা ক্ষোভে ফেটে পড়েন। তারা বাবলি পান্ডের বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বাবলি পান্ডের শাস্তির দাবি তোলেন। স্থানীয়দের অভিযোগ, বাবলি একইসাথে একাধিক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে ছিল। ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্ত প্রেমিকা বাবলি পান্ডেকে গ্রেফতার করা হয়েছে। আজ, রবিবার তাকে ব‍্যারাকপুর আদালতে পেশ করা হবে।


Share