Sexual Harassment

নেত্রীকে ‘ফাঁকা ফ্ল্যাটে’ ডাক, প্রত্যাখ্যান করায় রাজনৈতিক প্রতিশোধ, অভিযুক্ত দমদমের এসএফআই নেতা

যে নেতার বিরুদ্ধে এই অভিযোগ, তিনি লেকটাউন এলাকার বাসিন্দা। তরুণী আদতে দুর্গাপুরের বাসিন্দা হলেও পড়াশোনার কারনে দমদমেই থাকেন।

মহিলা নেত্রীকে হেনস্থার অভিযোগ এসএফআই নেতার বিরুদ্ধে।
নিজস্ব সংবাদদাতা, দমদম
  • শেষ আপডেট:৩১ আগস্ট ২০২৫ ০৯:৫৮

ফের অস্বস্তিতে বাম শিবির। এ বার দলেরই এক নেত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল এসএফআই নেতার বিরুদ্ধে। অভিযুক্ত রাজ্য কমিটির সদস্যও। জানা গিয়েছে, ওই এসএফআই নেতার বাড়ি দমদমে। ওই নেত্রী লিখিত ভাবে এসএফআই উত্তর ২৪ পরগনার জেলা নেতৃত্বের কাছে ইস্তফাপত্র পাঠিয়েছেন। এর ফলে দমদম-সহ উত্তর ২৪ পরগনার জেলা সিপিএম নেতৃত্ব বিড়ম্বনায় পড়েছে।

যে তরুণ এসএফআই নেতার বিরুদ্ধে অভিযোগ, তিনি লেকটাউন এলাকার বাসিন্দা। দক্ষিণ দমদম এলাকাতেই রাজনীতি করেন। ওই তরুণ নেত্রী আদতে দুর্গাপুরের বাসিন্দা। পড়াশোনার জন্য দমদমে থাকেন। সেখান থেকেই বামেদের ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়েন।

জেলার এসএফআই নেতৃত্বকে লেখা চিঠিতে তরুণী দাবি করেছেন, ওই ছাত্রনেতা তাঁকে বারবার মদ‍্যপানের প্রস্তাব দিতেন। দমদম ক‍্যান্টনমেন্ট এলাকায় ওই নেতার একটি ‘ফাঁকা ফ্লাট’ রয়েছে। সেখানে যাওয়ার জন্য বলতেন। কিন্তু তিনি তা প্রত‍্যাখান করেন। তার পরেও চলতে থাকে উত্তক্ত করার কাজ। অভিযোগ, তরুণীকে বারবার যৌন সম্পর্কের জন‍্য চাপ দেওয়া হচ্ছিল।

এসএফআই নেতার দাবি পূরণ না করলে রাজনৈতিক প্রতিশোধ নেওয়ারও অভিযোগ করেন তরুণী। প্রতিশোধের প্রশ্নে তিনি লিখেছেন, ছাত্রনেতা তাঁকে রাজ‍্য সিপিএমের ফেসবুক পেজে সংবাদ সঞ্চালিকা হিসেবে সুযোগ করে দেবেন। যৌন সম্পর্ক স্থাপনের প্রস্তাব প্রত্যাখ্যান করায় সেই সুযোগ থেকে সরিয়ে দেওয়া হয়। এমনকি তিনি এ-ও অভিযোগ করেছেন, তাঁকে দিয়ে অন্য এক ছাত্রনেতার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ সাজানোর চেষ্টা করেছিলেন দমদমের ওই এসএফআই নেতা।

জানা গিয়েছে, ওই এসএফআই নেতা দক্ষিণ কলকাতা আইন কলেজের ছাত্র ছিলেন। ঘটনাচক্রে, ছাত্রীকে ধর্ষণের ঘটনায় টিএমসিপি নেতা-সহ বাকি অভিযুক্তেরা জেলবন্দি। সেই পর্বে এসএসআই শাসকদের ছাত্র সংগঠনের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল। জানা গিয়েছে, যে এসএফআই নেতার বিরুদ্ধে অভিযোগ সে-ও ওই ঘটনায় সুর চড়িয়েছিলেন। এ বার তাঁর বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় যথেষ্ট অস্বস্তিতে বাম শিবির।

ওই তরুণী সিপিএমের রাজ্য কমিটির সদস্য, ছাত্র সংগঠনের রাজ্য সম্পাদক এবং সিপিএমের উত্তর ২৪ পরগনার জেলা কমিটিকে চিঠিটির অনুলিপি পাঠিয়েছেন। এসএফআই উত্তর ২৪ পরগনার জেলা সম্পাদক আকাশ কর বলেন, “গত বুধবার অভিযোগপত্রটি পেয়েছি। এর পর সাংগঠনিক পদ্ধতি মেনেই পদক্ষেপ করা হবে।”


Share