Teacher Beaten

প্রকাশ‍্যে বসেছিল মদের আসর, প্রতিবাদ করতেই শিক্ষককে বেধড়ক মারধরের অভিযোগ, সিসিটিভি ফুটেজ দেখে তদন্তে পুলিশ

আক্রান্ত শিক্ষকের নাম নিরুপম পাল। থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

মদ‍ খাওয়ার প্রতিবাদ করায় শিক্ষককে মারধরের অভিযোগ।
নিজস্ব সংবাদদাতা, বেলঘরিয়া
  • শেষ আপডেট:২৩ আগস্ট ২০২৫ ০২:২২

সকালবেলাই প্রকাশ‍্যে বসেছিল মদের আসর। তারই প্রতিবাদ করতে গিয়েছিলেন এক শিক্ষক। প্রতিবাদ করতেই কয়েক জন যুবক চড়াও হল। এক তরুণীও চড়াও হয়। করা হল বেধড়ক মারধর। ইতিমধ্যেই তার সিসিটিভি ফুটেজ (এখন কলকাতা ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি) সামনে এসেছে। যদিও সেই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।

শনিবার সকালে কামারহাটি পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডে ঘটনাটি ঘটেছে। আক্রান্তের নাম নিরুপম পাল। তিনি পেশায় আঁকার শিক্ষিক। তিনি নন্দননগর এলাকার বাসিন্দা। এ দিন সকালে পুকুরের ধারে বসে এক তরুণী এবং আটজন যুবক পুকুরের ধারে বসে মদ্যপান করছিল। সেই সময় নিরুপম একটি অনুষ্ঠান বাড়ি থেকে ফিরছিলেন। নিরুপমের অভিযোগ, প্রকাশ‍্যে মদ্যপান করতে দেখে প্রতিবাদ তিনি করেন। এর পরেই মদ‍্যপ অবস্থায় কয়েক জন তাঁর ওপর চড়াও হয়। এর পরে একে একে সবাই মিলে নিরুপমের ওপর হামলা চালায়। যে তরুণী অভিযুক্তদের সঙ্গে মদ‍্যপান করছিল, সিসিটিভিতে তাকেও দেখা গেছে মারধর করতে।

পুলিশের দাবি, সেই দৃশ্য দেখে এলাকার বাসিন্দারা ছুটে আসেন। স্থানীয় বাসিন্দারা ছুটে আসতেই অভিযুক্তরা পালিয়ে যায়। যদিও সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, শিক্ষক নিরুপম পালকে যখন মারধর করা হচ্ছে, তখন পাশে দাঁড়িয়ে থাকা লোকজন নিরব দর্শকের ভূমিকায় রয়েছেন। 

নিরুপম গোটা ঘটনার বিবরণ লিখিত আকারে থানায় জানিয়েছেন। এফআইআর রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে। সেটা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ব‍্যারাকপুর পুলিশ কমিশনারেটের এক কর্তা। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। পুলিশের দাবি, অভিযুক্তরা সকলেই পলাতক। অভিযুক্তদের সকলেই বহিরাগত বলে জানা গিয়েছে। এই ঘটনার পরে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি।


Share