TMC-BJP Clash

নন্দীগ্রামে ‘সেবাশ্রয়’ শিবির শুরুর আগেই অশান্তি, তৃণমূল কর্মীদের ওপর হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

নন্দীগ্রামে ‘সেবাশ্রয়’ শিবির শুরুর আগেই উত্তেজনা। ব্যানার লাগাতে গিয়ে তৃণমূল কর্মীদের উপর হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। সংঘর্ষে আহত কয়েকজন, থানায় অভিযোগ দায়ের।

তৃণমূলের ছেঁড়া পোস্টার
নিজস্ব সংবাদদাতা, নন্দীগ্রাম
  • শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৬ ০৭:৩৫

নন্দীগ্রামে শুরু হতে চলেছে ‘সেবাশ্রয়’। তার আগেই শিবিরের প্রচারে নেমে আক্রান্ত হলেন তৃণমূলের কর্মীরা। অভিযোগের আঙুল উঠেছে বিজেপির দিকে। বুধবার সকালে নন্দীগ্রাম বিধানসভার নন্দীগ্রাম-২ ব্লকে সেবাশ্রয়ের ব্যানার লাগাতে গিয়েছিলেন তৃণমূল কর্মীরা। সেই সময় তাঁদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। বিজেপি অভিযোগ অস্বীকার করেছে। এলাকার লোকজন তাঁদের ওপর ক্ষিপ্ত। তাই এই ঘটনা ঘটেছে বলে দাবি করেছে বিজেপি।

ডায়মন্ড হারবারের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বৃহস্পতিবার থেকে নন্দীগ্রামে শুরু হচ্ছে ‘সেবাশ্রয়-২ স্বাস্থ্য শিবির’। প্রথম পর্যায়ে দু’টি ব্লকে দু’টি মডেল ক্যাম্প করা হচ্ছে। ১৫ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত চলবে এই শিবির। একটি মডেল ক্যাম্প নন্দীগ্রামের বাইপাস সংলগ্ন এলাকায় এবং অন্যটি খোদামবাড়িতে অনুষ্ঠিত হবে।

এ দিন শিবিরের প্রচারে নন্দীগ্রাম বিধানসভার বয়াল-২ গ্রাম পঞ্চায়েতের রামচক ২১ নম্বর বুথ এলাকায় তৃণমূল কর্মীরা ব্যানার টাঙাতে যান। দলের কোর কমিটির সদস্য মনোজকুমার সামন্ত-সহ একাধিক কর্মী সেখানে উপস্থিত ছিলেন। অভিযোগ, রামচক পূর্বপল্লিতে ব্যানার টাঙানোর সময় স্থানীয় বিজেপি কর্মীরা বাধা দেন। তা নিয়ে হাতাহাতি শুরু হয়। সংঘর্ষে তৃণমূলের বেশ কয়েক জন কর্মী আহত হন। ঘটনার পর নন্দীগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি সুজিতকুমার রায় বলেন, ‘’অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় দেখে ভয় পাচ্ছে বিজেপি। তাই এই ধরনের ঘটনা ঘটিয়ে প্রতিরোধ করার চেষ্টা করা হচ্ছে। এতে কোনও লাভ হবে না। নন্দীগ্রামের মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিতে আমরা প্রস্তুত।’’

অন্যদিকে, বিজেপির বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে বিরোধী শিবির। তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি প্রলয় পাল অভিযোগ বলেন, ‘’এলাকার লোকজন ক্ষিপ্ত হয়ে এই ঘটনা ঘটিয়েছেন। এর সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই।’’


Share