Death for SIR

ভোটার তালিকায় নাম থাকবে তো! এসআইআর আতঙ্কে বাদুড়িয়ায় প্রাণ গেল ৭৫ বছরের বৃদ্ধার

উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় এসআইআর শুনানির আতঙ্কে বৃদ্ধার মৃত্যু ঘিরে চাঞ্চল্য। ভোটার তালিকা নিয়ে দুশ্চিন্তার মধ্যেই ব্রেন স্ট্রোকে মৃত্যু অনিতা বিশ্বাসের, পরিবারের অভিযোগ।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, বাদুড়িয়া
  • শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬ ০১:৪৩

উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় এক বৃদ্ধার মৃত্যুকে ঘিরে উঠেছে এসআইআর আতঙ্কের অভিযোগ। মৃতের নাম অনিতা বিশ্বাস (৭৫)। তিনি বাদুড়িয়া পুরসভার চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন।

পরিবারের অভিযোগ, ভোটার তালিকা সংক্রান্ত শুনানির নোটিস পাওয়ার পর থেকেই মানসিক চাপে ভুগছিলেন অনিতা। ৫ জানুয়ারি প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে তিনি শুনানিতে হাজির হন। তবে সেখান থেকে ফিরে আসার পর তাঁকে ভীষণ আতঙ্কিত ও চিন্তাগ্রস্ত দেখায়। পরিবারের দাবি, চূড়ান্ত ভোটার তালিকায় নাম না থাকলে কী হবে এই আশঙ্কাই তাঁকে মানসিকভাবে ভেঙে দেয়।

অনিতার স্বামী বিরাজ বিশ্বাস বাদুড়িয়ার স্থায়ী বাসিন্দা। পরিবারের বক্তব্য অনুযায়ী, ২০০২ সালের এসআইআর তালিকায় বিরাজ বিশ্বাস ও পরিবারের অন্য সদস্যদের নাম থাকলেও অনিতার নাম ছিল না। যদিও ১৯৯৫ সালের ভোটার তালিকায় তাঁর নাম ছিল এবং পরবর্তী সময়ে ভোটার তালিকায় নাম উঠে তিনি ভোটও দিয়েছেন। পরিবারের দাবি, অজ্ঞাত কারণেই ২০০২ সালে তাঁর নাম বাদ যায়।

শুনানির নোটিস পাওয়ার পর থেকেই অনিতা গভীর দুশ্চিন্তায় ভুগছিলেন বলে জানান তাঁর নাতনি সোমা হালদার। তিনি জানান, বৃদ্ধা খুব চিন্তায় ছিল। এরপর তিনি শুনানিতে গিয়েছিল। সেখানে কী হয়েছে সেই বিষয় নিয়ে ফিরে আসার পর থেকে খুব টেনশনে ছিল। বারবার বোঝানোর চেষ্টা করা হয় যে সব ঠিক হয়ে যাবে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, ৫ জানুয়ারি শুনানিতে যাওয়ার দু’দিন পর, ৭ জানুয়ারি অনিতা ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। তাঁকে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার তাঁর মৃত্যু হয়।

অনিতার ছেলে কাশীনাথ বিশ্বাসের অভিযোগ, ‘২০০২ সালে নাম নেই মায়ের। আমার নাম, বাড়ির অন্যদের নাম আছে। ৫ তারিখ হিয়ারিংয়ে ডেকেছিল। তা নিয়ে মা খুব ঘাবড়ে যায়। সেই আতঙ্কেই মা চলে গেল।’


Share