TMC clash

জলাভূমি রক্ষার প্রতিবাদে খুনের হুমকি! দক্ষিণ দমদমে তৃণমূলের সদ্য প্রাক্তন কাউন্সিলার আতঙ্কে

জলাভূমি ভরাটের প্রতিবাদে খুনের হুমকির অভিযোগ দক্ষিণ দমদমে। সদ্য–প্রাক্তন তৃণমূল কাউন্সিলার গোপা পাণ্ডের দাবি, দলীয় কর্মীরাই হুমকি দিয়েছে। থানায় অভিযোগ, তদন্তে পুলিশ।

গোপা পাণ্ডে
নিজস্ব সংবাদদাতা, দমদম
  • শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬ ১২:৪৩

জলাভূমি ভরাটের প্রতিবাদ করায় খুনের হুমকির অভিযোগ উঠল দক্ষিণ দমদম পুরসভার তৃণমূলের সদ্য প্রাক্তন এক মহিলা কাউন্সিলারের বিরুদ্ধে। শারীরিক অসুস্থতার কারণে সম্প্রতি ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার পদ থেকে ইস্তফা দেওয়া গোপা পাণ্ডের অভিযোগ, তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে এবং ‘মাটিতে পুঁতে ফেলার’ হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনায় শাসকদলেরই এক গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ তুলে দমদম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। পুলিশ তদন্ত শুরু করলেও সোমবার রাত পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৩ নম্বর ওয়ার্ডের মাঠকল এলাকায় একটি আবাসন সংলগ্ন জলাভূমি সম্প্রতি মাটি ফেলে ভরাটের কাজ শুরু হয়। ভারী ডাম্পারের যাতায়াতে ক্ষতিগ্রস্ত হয় ভূগর্ভস্থ পানীয় জলের পাইপলাইন, ফলে এলাকায় ক্ষোভ ছড়ায়। বিষয়টি জানতে পেরে সোমবার ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ জানান গোপা পাণ্ডে।

অভিযোগ, সেই সময় এলাকার দুই পরিচিত তৃণমূল কর্মী তাঁকে ঘিরে ধরে গালিগালাজ শুরু করেন। গোপার দাবি, অভিযুক্তরা স্থানীয় এক প্রভাবশালী নেতার নাম করে বলেন, তিনি আর কাউন্সিলার নন, তাই তাঁর কথা শোনার প্রয়োজন নেই। প্রতিবাদ চালিয়ে গেলে তাঁকে মাটিতে পুঁতে ফেলার হুমকিও দেওয়া হয়।

বিরোধীদের দাবি, এই ঘটনার পেছনে রয়েছে দক্ষিণ দমদমে দীর্ঘদিনের সিন্ডিকেট রাজ ও তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দল। গোপা পদত্যাগ করার পর থেকেই এলাকায় বিরোধী গোষ্ঠীর সক্রিয়তা বেড়েছে। জমি ভরাট ও বেআইনি নির্মাণে প্রভাব বিস্তারের লড়াই থেকেই এই সংঘাত বলে মনে করা হচ্ছে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এক কর্তা বলেন, ‘অভিযোগের ভিত্তিতে ওই তল্লাটে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বয়ান খতিয়ে দেখা হচ্ছে।’


Share