Mamata Banerjee

মালদহ এবং মুর্শিদাবাদের পরে নদিয়ার কৃষ্ণনগরে জনসভা করবেন মুখ্যমন্ত্রী, ১১ ডিসেম্বরের প্রস্তুতি খতিয়ে দেখতে সভাস্থলে রাজ‍্য পুলিশের কর্তা সুপ্রতিম

মুখ্যমন্ত্রীর জনসভাকে ঘিরে নিরাপত্তার আঁটোসাঁটো ব্যবস্থা করা হচ্ছে। এই সম্ভাব্য জনসভাকে ঘিরে নিরাপত্তা ও প্রস্তুতি পর্যালোচনার জন্য শনিবার কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে পরিদর্শনে আসেন রাজ্য পুলিশের এডিজি পদমর্যাদার কর্তা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
নিজস্ব সংবাদদাতা, কৃষ্ণনগর
  • শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৫ ১১:০৭

মালদহ এবং মুর্শিদাবাদের পরে এ বার নদিয়া যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১১ ডিসেম্বর, বৃহস্পতিবার কৃষ্ণনগরে জনসভা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। শনিবার সেই সভাস্থলের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন রাজ্য পুলিশের কর্তারা।

জানা গিয়েছে, বৃহস্পতিবার কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে একটি জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সেই সভাস্থলের নিরাপত্তা প্রস্তুতি পরিদর্শনে গেলেন রাজ‍্য পুলিশের এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার। তাঁর সঙ্গে কৃষ্ণনগর পুলিশ জেলার সুপার, জেলাশাসক-সহ একাধিক প্রশাসনিক কর্তারা উপস্থিত ছিলেন। পুলিশ সূত্রের খবর, কোথায় মূল মঞ্চ তৈরি করা হবে, দলীয় কর্মীরা কোন রাস্তা দিয়ে আসবেন, নিরাপদে কোন রাস্তা দিয়ে বেরিয়ে যেতে পারবেন, ভিড় কীভাবে নিয়ন্ত্রণ করা হবে, ওই কত পুলিশকর্মী মোতায়েন করা হবে তা তিনি সরেজমিনে দেখেছেন।

পরিদর্শনের শেষে পুলিশ জানায়, মুখ্যমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে সবদিকই কড়া নজর রাখা হচ্ছে। অনুষ্ঠানে কোনও রকম নিরাপত্তাজনিত ত্রুটি না থাকে, তাই নিশ্চিত করতে হবে। জেলা প্রশাসন ও পুলিশ যৌথভাবে শীঘ্রই প্রস্তুতিমূলক বৈঠকও করবে বলে জানা গেছে।

উল্লেখ্য, যেখানে জনসভাটি করার কথা রয়েছে, তা কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের মধ্যে পড়ে। গত বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন মুকুল রায়। বর্তমানে তিনি অসুস্থ। ভর্তি রয়েছেন হাসপাতালে। সেই নির্বাচনে মুকুলবাবুর বিরুদ্ধে তৃণমূল প্রার্থী কোনও দাগ কাটতে পারেননি। পরবর্তীতে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ওই কেন্দ্র থেকে বিজেপি অন্তত ৫০ হাজার ভোটে এগিয়ে রয়েছে। এ বার সেই কেন্দ্রে বিধানসভা নির্বাচনের আগে দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করতে স্বয়ং মুখ্যমন্ত্রী আসরে নেমেছেন। ইতিমধ্যেই তৃণমূলের নেত্রীর জনসভা নিয়ে জেলা নেতৃত্বের প্রস্তুতি তুঙ্গে। সেই সভার আগে প্রস্তুতি খতিয়ে দেখলেন রাজ্য পুলিশের কর্তারা।


Share