One Youth Has Allegedly Been Injured By Illegal Firecracker

বিসর্জনের শোভাযাত্রায় যুবকের মুখে নিষিদ্ধ চকলেট বোমা ছুড়ে মারার অভিযোগ ভিলেজ পুলিশের বিরুদ্ধে, গ্রেফতার অভিযুক্ত, গুরুতর জখম এক

জখম যুবককে নাম হেমন্ত বাগদি। বয়স ২৪ বছর। স্থানীয় সুত্রের খবর, বৃহস্পতিবার রাত ন’টা নাগাদ মাড়গ্রাম থানা এলাকার চাঁদপাড়া গ্রামে প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা চলছিল। সেই শোভাযাত্রায় হেমন্ত বাগদি এবং তার স্ত্রী উপস্থিত ছিলেন।

জখম যুবকের নাম হেমন্ত বাগদি (২৪)।
নিজস্ব সংবাদদাতা, বোলপুর
  • শেষ আপডেট:০৩ অক্টোবর ২০২৫ ১০:৩৮

দশমীর রাতে বিসর্জনের শোভাযাত্রা চলছিল। সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে ভিড় সামলানোর দায়িত্ব যাদের ওপরে, তাদেরই একজন এমন ঘটনা ঘটিয়েছেন। অভিযোগ, শোভাযাত্রা চলাকালীন এক যুবককে মুখে চকলেট বোমা ছুড়েছেন এক ভিলেজ পুলিশ। ওই চকলেট বোমা মুখে ফেটে গিয়ে গুরুতর জখম হয়েছেন। দশমীর রাতে বীরভূমের মাড়গ্রামে ঘটনাটি ঘটেছে। আহতের অভিযোগের ভিত্তিতে ভিলেজ পুলিশকে গ্রেফতার করেছে পুলিশ।

জখম যুবককে নাম হেমন্ত বাগদি। বয়স ২৪ বছর। স্থানীয় সুত্রের খবর, বৃহস্পতিবার রাত ন’টা নাগাদ মাড়গ্রাম থানা এলাকার চাঁদপাড়া গ্রামে প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা চলছিল। সেই শোভাযাত্রায় হেমন্ত বাগদি এবং তার স্ত্রী উপস্থিত ছিলেন। অভিযোগ, বিনা প্ররোচনায় সজল মারজিত নামে এক ভিলেজ পুলিশ চকলেট বোমায় আগুন ধরিয়ে হেমন্তের মুখে ছুড়ে মারে। মুখেই ফেটে যায় বোমাটি। এর জেরে হেমন্তের মুখের একাংশ জ্বলে গিয়েছে। যন্ত্রণায় ছটফট করতে শুরু করে সে। এর পরেই শোভাযাত্রা থামিয়ে দেওয়া হয়।

এর পরেই রাস্তায় প্রতিমা নামিয়ে বিক্ষোভ শুরু হয়। ওই এলাকার মোট ন’টি পুজো কমিটির সদস্যেরা সেই বিক্ষোভে সামিল হন।খবর পেয়ে আধ ঘণ্টা পরে ঘটনাস্থলে আসে মাড়গ্রাম থানার পুলিশ। সুবিচারের আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায়।

অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে অভিযোগের ভিত্তিতে ভিলেজ পুলিশ সজল মারজিতকে গ্রেফতার করা হয়। শুক্রবার অভিযুক্তকে আদালতে পেশ করা হলে বিচারক পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। অন‍্য দিকে, হেমন্ত বাগদিকে প্রথমে রামপুরহাট মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে বর্ধমান মেডিকেলে স্থানান্তরিত করা হয়েছে।

এটা কি নিছক দুর্ঘটনা না কি ব‍্যাক্তিগত আক্রোশ, সেটা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে এক পুলিশ আধিকারিক। এর পাশাপাশি সজলের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। 


Share