Job Scam

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে আত্মসমর্পণ চন্দ্রনাথ সিংহের, পেলেন শর্তসাপেক্ষ জামিন

দশ হাজার টাকার ব‍্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন। আগামী ১৬ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি।

আদালতে আত্মসমর্পণ করলেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট:০৬ সেপ্টেম্বর ২০২৫ ০২:০০

প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে এসে আত্মসমর্পন করলেন রাজ্যের কারা এবং ক্ষুদ্র ও কুটির শিল্প দফতরের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। শনিবার বিচারভবনের বিশেষ আদালতে এসে তিনি হাজিরা দিয়েছেন। এ দিন ইডি চন্দ্রনাথ সিংহকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায়। কিন্তু আদালত আপাতত বোলপুরের তৃণমূল বিধায়ককে ব‍্যক্তিগত বন্ডে মুক্তি দিয়েছেন। কিন্তু তাঁকে মেনে চলতে হবে কিছু শর্ত।

প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের পরে চন্দ্রনাথ সিংহের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে ইডি। তার আগে চন্দ্রনাথের বাড়িতে ইডি তল্লাশি চালায়। সেই বাড়ি থেকে ৪১ লক্ষ টাকা নগদ উদ্ধার করে ইডির তদন্তকারীরা। ইডির দফতরে তলব করা হলেও দু’বার হাজিরা এড়িয়ে যান। গত মাসেই চন্দ্রনাথ সিংহ ইডির দফতরে হাজিরা দেন। কিন্তু সেদিন তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল কি না, তা জানা যায়নি। ইডিও এই বিষয়ে কোনও বিবৃতিও দেয়নি। তার আগেই তদন্তকারীরা চার্জশিট জমা করে দিয়েছিলেন।

আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে চন্দ্রনাথ সিংহকে আদালতে আত্মসমর্পণ করতেই হত। আজ, শনিবার সকালেই তিনি বিচারভবনে বিশেষ আদালতে এসে আত্মসমর্পণ করেন। এর পাশাপাশি তিনি ব‍্যাক্তিগত বন্ডে জামিনের আবেদন জানান। বিচারক দশ হাজার টাকার ব‍্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করেছেন।

শনিবার ইডি আদালতকে জানায়, চন্দ্রনাথ সিংহ প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার সাক্ষীদের প্রভাবিত করছেন। তিনি বাইরে থাকলে সাক্ষীদের আরও প্রভাবিত করার সম্ভাবনা রয়েছে। তাই তাঁরা চন্দ্রনাথ সিংহকে এক সপ্তাহের জন্য হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান।

যদিও চন্দ্রনাথ সিংহের আইনজীবী এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি আদালতকে জানিয়েছেন যে তাঁরা ইডির এই আবেদনের নথি সবে মাত্র পেয়েছেন। তাই চন্দ্রনাথ সিংহকে উত্তর দেওয়ার জন্য এক সপ্তাহের সময় দেওয়া হোক। আগামী শুক্রবারের মধ্যেই তিনি উত্তর দেবেন বলে জানিয়েছেন অভিযুক্তের আইনজীবী।

শনিবার বিচারক দু’পক্ষের বক্তব্য শোনার পরে চন্দ্রনাথ সিংহের দশ হাজার টাকার জামিনের আবেদন মঞ্জুর করেছেন। আগামী ১৬ সেপ্টেম্বর এই মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে। আদালতের পর্যবেক্ষণ, মন্ত্রী চন্দ্রনাথ সিংহের উত্তর যদি সন্তোষজনক না হয়, তাহলে যে ব‍্যক্তিগত জামিন বন্ড জমা শনিবার জমা দিয়েছেন, তা খারিজ হয়ে যাবে। আদালত এ-ও জানিয়েছেন, জামিন পেলেও নিজের বিধানসভা কেন্দ্র এবং কলকাতার বাইরে যেতে পারবেন না। ইডিকে তদন্তে সহযোগিতা করতে হবে। যত দিন এই সংক্রান্ত মামলার শুনানি শেষ না হচ্ছে, তত দিন এই নিয়ম মেনে চলতে হবে।

এ দিন ইডির আইনজীবী ধীরাজ দ্বিবেদী বলেন, “আমরা হেফাজতে নেওয়ার জন্য আর্জি জানিয়েছি। সাত দিনের জন্য ওঁকে হেফাজতে চেয়েছিলাম। আগামী ১৬ সেপ্টেম্বর এই মামলার শুনানি হবে।”

শনিবার আদালত থেকে বেরিয়ে যাওয়ার সময় মন্ত্রী চন্দ্রনাথ সিংহ বলেন, “আমি একটাই কথা বলতে পারি, বিচার ব্যবস্থার ওপর আস্থা আছে। আশা করি সঠিক বিচার পাব।”


Share