Decomposed & Mutilated Dead Body Recovered

২০ দিন নিখোঁজ থাকার পর ছাত্রীর পচাগলা টুকরো দেহ উদ্ধার রামপুরহাটে, গ্রেফতার স্কুলশিক্ষক

গত ২৮ অগস্ট টিউশন পড়তে যায়। কিন্তু রাত হয়ে গেলেও বাড়ি ফেরেনি। এর পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। এর পরেই রামপুরহাট থানায় অভিযোগ দায়ের করা হয়।

রামপুরহাটের ছাত্রীর পচাগলা বস্তাবন্দি দেহ উদ্ধার।
নিজস্ব সংবাদদাতা, রামপুরহাট
  • শেষ আপডেট:১৭ সেপ্টেম্বর ২০২৫ ০৮:০২

গত ২০ দিন ধরে নিঁখোজ ছিল বীরভূমের রামপুরহাটের নাবালিকা। শেষমেশ বস্তাবন্দি অবস্থায় আদিবাসী ছাত্রীর পচাগলা দেহ উদ্ধার হল একটি জলাভূমি থেকে। পরিবারের অভিযোগ, স্কুলশিক্ষক অপহরণ করে খুন করেছে। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।

জানা গিয়েছে, মৃতা আদিবাসী ছাত্রীর বাড়ি রামপুরহাটের একটি গ্রামে। রামপুরহাটের শ‍্যামপাহাড়ি শ্রীরামকৃষ্ণ শিক্ষাপিঠের সপ্তম শ্রেণির ছাত্রী। পরিবার সুত্রের খবর, গত ২৮ অগস্ট টিউশন পড়তে যায়। কিন্তু রাত হয়ে গেলেও বাড়ি ফেরেনি। এর পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। 

সম্ভাব্য সমস্ত যায়গায় খোঁজ করে তাঁদের মেয়েকে না পাওয়া গেলে রামপুরহাট থানায় অভিযোগ দায়ের করেন। এর পরেই পরিবারের সদস্যেরা অভিযোগ করেন, স্কুলেরই ভৌতবিজ্ঞানের শিক্ষক তাদের মেয়েকে অপহরণ করেছে। পুলিশ অভিযোগের ভিত্তিতে শুরু করে তদন্ত। অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে শুরু হয় জিজ্ঞাসাবাদ।

শেষে মঙ্গলবার গভীর রাতে রামপুরহাটের কালিডাঙায় একটি জলাভূমি থেকে ওই ছাত্রীর পচাগলা দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ সুত্রের খবর, দেহের পাঁচ টুকরো করে বস্তাবন্দি করে ফেলে রেখা হয়েছিল। মেয়েটির বাবার দাবি, তাদের মেয়েকে অপহরণ করে খুন করেছে ওই শিক্ষকই। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঠিক কী হয়েছিল, তা জানার চেষ্টা করা হচ্ছে।


Share